এপ্রিল ২১, ২০২৪ ১৯:১৭ Asia/Dhaka
  • “আমরা আমেরিকার সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করব”

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তার সরকার আমেরিকার সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করবে। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ দেয়ার আবেদনে নিরাপত্তা পরিষদে আমেরিকা ভেটো দেয়ার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। 

মাহমুদ আব্বাস বলেন, আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে মার্কিন সরকার এই ভেটো দিয়েছে। শুক্রবার ওয়াশিংটন ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য পদ দেয়ার একটি খসড়া প্রস্তাব আটকে দেয়কিন্তু ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ দেয়ার জন্য ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ সুপারিশ করেছিল। 

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মার্কিন ভেটোকে "অন্যায়, অনৈতিক এবং অন্যায্য" বলে নিন্দা করেন। তিনি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই পদক্ষেপ "ফিলিস্তিনি জনগণের অধিকার, ইতিহাস, ভূমি এবং পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে একটি স্পষ্ট আগ্রাসন।"

তিনি আরো বলেন, "যদিও বিশ্ব আন্তর্জাতিক আইনের প্রয়োগে একমত এবং ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন করছে কিন্তু আমেরিকা ইসরাইলকে তার গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতে বাধ্য করতে অস্বীকার করে দখলদারিত্বকে সমর্থন করে চলেছে।"

ইসরাইল যে ফিলিস্তিনি তহবিল চুরি করছে সে বিষয়ে নীরব থাকার জন্যও ফিলিস্তিনি নেতা ওয়াশিংটনের কঠোর সমালাচনা করেন।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ