এপ্রিল ২২, ২০২৪ ১০:৩৩ Asia/Dhaka
  • ইসরাইলের আরো একটি হারমিস-৪৫০ ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি উন্নত প্রযুক্তির ড্রোন ভূপাতিত করেছে। দেশের আকাশসীমা লঙ্ঘন করার পর দক্ষিণ লেবাননে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। এর আগেও হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের এই মডেলের ড্রোন ভূপাতিত করেছে।

গতকাল (রোববার) এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, “ইসলামী প্রতিরোধ আন্দোলন নিশ্চিত করছে যে, দক্ষিণ লেবাননের আল-আইশিয়া এলাকায় ইহুদিবাদী ইসরাইলের যে ড্রোন ভূপাতিত করা হয়েছে সেটি হারমিস-৪৫০ মডেলের ড্রোন।” 

হিজবুল্লাহ তাদের বিবৃতিতে আরো জানিয়েছে, যখন ইসরাইলের এই হারমিস ড্রোন লেবাননের সম্মানিত এবং দৃঢ়চেতা জনতার ওপর হামলা চালাচ্ছিল তখন সেটিকে ভূপাতিত করা হয়।

হিজবুল্লাহ বলেছে, “ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এবং সেখানে যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলের এই ড্রোন ভূপাতিত করা হয়েছে।”

হিজবুল্লাহর বিবৃতি প্রকাশের কয়েক ঘন্টা পর ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, লেবাননের আকাশে অভিযান পরিচালনার সময় তাদের একটি ড্রোন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে।

ইসরাইলের এলবিত কোম্পানি হারমিস-৪৫০ মডেলের ড্রোন তৈরি করে থাকে। এই ড্রোন একটানা ২০ ঘন্টা আকাশে উড়তে পারে এবং এর প্রাথমিক কাজ হচ্ছে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যোগাযোগ রিলে করা। তবে এটি একসাথে সামরিক অভিযান চালানোর জন্য চারটি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।# 

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ