ডিসেম্বর ১২, ২০১৬ ১৩:০৩ Asia/Dhaka
  • ফালুজা ও বাগদাদে বোমা হামলায় হতাহত: দায়েশের দায় স্বীকার

ইরাকের ফালুজায় দু'টি গাড়ি বোমা বিস্ফোরণে এক বেসামরিক ব্যক্তি নিহত এবং অপর ১২ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে নয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্য রয়েছে। আর অপর তিনজন বেসামরিক ব্যক্তি। আল আনবার প্রদেশের একটি নিরাপত্তা সূত্র এ খবর দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আরো জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বাগদাদ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, ফালুজা শহরের মধ্য ও পশ্চিমাঞ্চলের দু'টি চেকপোস্টে ওই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে।

তবে চিকিৎসা কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে কোনো কোনো সূত্র জানিয়েছে, ওই গাড়ি বোমা হামলায় আট ব্যক্তি নিহত হয়েছে।

এদিকে, দায়েশ সন্ত্রাসীরা এক বিবৃতিতে ফালুজার চেকপোস্টে গাড়ি বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে।

রাজধানী বাগদাদেও আজ শক্তিশালী দু'টি বোমা বিস্ফোরণে দুই ব্যক্তি নিহত এবং ১১ জন আহত হয়েছে।    

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/১২  

 

ট্যাগ