অক্টোবর ২৩, ২০১৭ ২০:২২ Asia/Dhaka
  • স্থানীয় দায়েশ সন্ত্রাসী
    স্থানীয় দায়েশ সন্ত্রাসী

সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের কারিয়াতায়িন শহর থেকে চলে যাওয়ার আগে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে। শনিবার শহরটি সিরিয়ার সেনাবাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গত তিন সপ্তাহ ধরে দায়েশ সন্ত্রাসীরা ওই শহরে ব্যাপক হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালায়। এর মধ্যে ৪৮ ঘণ্টায় তারা অন্তত ৮৩ জনকে হত্যা করেছে। হতভাগ্য এসব মানুষের বিরুদ্ধে সরকারি সেনাদের সহায়তা করার অভিযোগ আনা হয়।

 

সিরিয়া সেনাদের উল্লাস

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানান, অন্তত ৩৫ জনের লাশ একটি গভীর খাদের ভেতরে পাওয়া গেছে এবং বাকিদের লাশ শহরে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। সংস্থাটি আশংকা করছে, মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে।

২০১৬ সালের এপ্রিল মাসে কারিয়াতায়িন শহরটি দায়শমুক্ত করে সিরিয়ার সেনারা। কিন্তু চলতি বছরে সেপ্টেম্বরে সন্ত্রাসীরা আবার শহরটি দখলে করে নেয়। বলা হচ্ছে- শহরটি দখলের ঘটনায় স্থানীয় দায়েশ সন্ত্রাসীরা সবচেয়ে বেশি জড়িত ছিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩

 

ট্যাগ