এপ্রিল ২৮, ২০২১ ১১:৪৯ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের সঙ্গে দখলদার ইসরাইলি সেনাদের এ আচরণ ফিলিস্তিনি জনগণের নিত্যদিনের অনুষঙ্গ
    ফিলিস্তিনিদের সঙ্গে দখলদার ইসরাইলি সেনাদের এ আচরণ ফিলিস্তিনি জনগণের নিত্যদিনের অনুষঙ্গ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইআরডাব্লিউ ইহুদিবাদী ইসরাইলকে ‘বর্ণবিদ্বেষী সরকার’ উল্লেখ করে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে আমেরিকা।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, “এইচআরডাব্লিউ তার প্রতিবেদনে ইসরাইলকে ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণবিদ্বেষী আচরণ ও তাদের প্রতি নির্যাতনের অপরাধে দায়ী করেছে।  তবে মৌলিকভাবে ‘বর্ণবিদ্বেষী’ পরিভাষাটি আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না।”

সাকি আরো বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। কিন্তু এসব প্রতিবেদনে কখনো এরকম পরিভাষা ব্যবহার করা হয় না।”

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি

হিউম্যান রাইটস ওয়াচ গতকাল (মঙ্গলবার) ১২৩ পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করে ইহুদিবাদী ইসরাইলকে ‘বর্ণবিদ্বেষী’ সরকার আখ্যায়িত করে বলেছে, ইসরাইলি কর্মকর্তারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছেন। কাজেই আন্তর্জাতিক ফৌজদারি আদালতের উচিত তাদের বিচার করা।

আন্তর্জাতিক আইনে ‘বর্ণবাদ’কে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ