মে ২৯, ২০২১ ২১:১৬ Asia/Dhaka
  • মাহমুদ আজ-জাহার
    মাহমুদ আজ-জাহার

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র নেতা ও সহ-প্রতিষ্ঠাতা মাহমুদ আজ-জাহার বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তার ভঙ্গুর অবস্থা পরিষ্কার হয়ে গেছে।

গতকাল (শুক্রবার) ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।   

মাহমুদ আজ-জাহার বলেন, দারিদ্রপীড়িত গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইল সর্বশেষ যে আগ্রাসন চালিয়েছে এবং গাজার প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে যে যুদ্ধ করেছে তাতে গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের সামরিক শক্তি সম্পর্কে দীর্ঘদিনের দুটি প্রতিষ্ঠিত ধারণা বদলে দিয়েছে।  

প্রথম তারা ইসরাইলের নিরাপত্তা তত্ত্ব চুরমার করে দিয়েছে। ১৯৪৮ সালের পর থেকে এ পর্যন্ত অধিকৃত ভূখণ্ডকে ইসরাইল সবসময় নিরাপদ রাখতে সক্ষম হয়েছে বলে তাদের গর্ব ছিল। কিন্তু এবারের যুদ্ধে সেই নিরাপত্তা আর থাকে নি। দ্বিতীয় ইসরাইল স্বল্প সময়ের মধ্যে বিজয় অর্জন করতে পারে বলে যে ধারণা তৈরি করেছিল তাও ভেঙে দেয়া হয়েছে।

গত ১০ মে থেকে ইসরাইল ঘনবসতিপূর্ণ গাজার ওপর চরমভাবে বোমাবর্ষণ শুরু করে। জবাবে গাজার প্রতিরোধ আন্দোলনগুলো চার হাজারের বেশি রকেট ছোঁড়ে। এক পর্যায়ে ইসরাইল যুদ্ধবিরতি করতে বাধ্য হয়। গত ২১ মে মিশরের মধ্যস্থতায় হামাসের সঙ্গে ইসরাইলের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হয়।#  

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ