ইসরাইলি অপরাধ ইহুদিবাদী সমাজের পরিপূর্ণ প্রতিফলন
https://parstoday.ir/bn/news/point_of_view-i136164-ইসরাইলি_অপরাধ_ইহুদিবাদী_সমাজের_পরিপূর্ণ_প্রতিফলন
আমেরিকার একজন বিশিষ্ট অভিনেত্রী সুসান সারানদন তাঁর এক্স সোশ্যাল নেটওয়ার্কে ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর যুদ্ধাপরাধকে ওই সমাজের পূর্ণাঙ্গ প্রতিফলন বলে উল্লেখ করেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ৩১, ২০২৪ ১৫:০০ Asia/Dhaka
  • ইসরাইলি অপরাধ ইহুদিবাদী সমাজের পরিপূর্ণ প্রতিফলন
    ইসরাইলি অপরাধ ইহুদিবাদী সমাজের পরিপূর্ণ প্রতিফলন

আমেরিকার একজন বিশিষ্ট অভিনেত্রী সুসান সারানদন তাঁর এক্স সোশ্যাল নেটওয়ার্কে ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর যুদ্ধাপরাধকে ওই সমাজের পূর্ণাঙ্গ প্রতিফলন বলে উল্লেখ করেছেন।

সুসান সারানদন এক্স সোশ্যাল নেটওয়ার্কে ইসরাইলি সেনাবাহিনীর একটি ছবি পোস্ট করে লিখেছেন: ইসরাইলি অপরাধ ইহুদিবাদী সমাজেরই পরিপূর্ণ চিত্র।

এক্স নেটওয়ার্কে সুসান সারানদনের পোস্টের ছবি

পার্সটুডে/এনএম/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।