রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতার ২০তম পর্বে বিজয়ীর নাম ঘোষণা
https://parstoday.ir/bn/news/quiz-i128442-রেডিও_তেহরান_ফেসবুক_কুইজ_প্রতিযোগিতার_২০তম_পর্বে_বিজয়ীর_নাম_ঘোষণা
রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩-এর ২০তম পর্বে মোট ১৮০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সঠিক উত্তর দিয়েছেন সকলেই। উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বাংলাদেশের পঞ্চগড়ের প্রতিযোগী শিল্পী রানী।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১৫:৫০ Asia/Dhaka
  • রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতার ২০তম পর্বে বিজয়ীর নাম ঘোষণা

রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩-এর ২০তম পর্বে মোট ১৮০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সঠিক উত্তর দিয়েছেন সকলেই। উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বাংলাদেশের পঞ্চগড়ের প্রতিযোগী শিল্পী রানী।

বিজয়ী বন্ধুকে অভিনন্দন, আপনার মোবাইল নম্বরসহ পূর্ণ ঠিকানা মেইল করে রেডিও তেহরানে জানানোর অনুরোধ করছি। অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি আগামী পর্বেও অংশগ্রহণ করতে ভুলবেন না। আর হ্যাঁ, সকল শর্ত পূরণে যত্নশীল হবেন। কারণ এই পর্বেও অনেকেই সঠিক উত্তর দিলেও নিজ টাইমলাইনে কুইজের লিংকটি শেয়ার করাসহ সব শর্ত পূরণ করেনি। অনেকে ফেসবুক প্রোফাইল লকড করে রেখেছেন। এমন অনেকের কুইজে নাম উঠলেও তাদের বিজয়ী হিসেবে গ্রহণ করা সম্ভব হয়নি।

সঠিক উত্তরের জন্য অবশ্যই রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে-এর সহায়তা নেবেন।

কুইজের উত্তরটি মিলিয়ে নিন

প্রশ্ন: তেহরানে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের নাম কী?

উত্তর: আব্দুল্লাহ বিন সৌদ আল-আনজি

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।