আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র বিশেষ কুইজ প্রতিযোগিতা (ডিসেম্বর-২০২৩)
https://parstoday.ir/bn/news/quiz-i132262-আইআরআইবি_ফ্যান_ক্লাব_বাংলাদেশ'র_বিশেষ_কুইজ_প্রতিযোগিতা_(ডিসেম্বর_২০২৩)
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ চলতি ডিসেম্বর মাসেও বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। চলতি মাসের উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ১৮, ২০২৩ ২১:৪৭ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র বিশেষ কুইজ প্রতিযোগিতা (ডিসেম্বর-২০২৩)

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ চলতি ডিসেম্বর মাসেও বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। চলতি মাসের উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর।

প্রশ্ন: ইরানে বসবাসরত আফগান শরণার্থীর সংখ্যা কত লাখ?

(কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট parstoday.ir/bn-এ সার্চ করুন)

নিয়মাবলি:

১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সেইসঙ্গে একটি ছবি পাঠাতে হবে।

২. ১৪ বছরের নিচে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

৩. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।

৪. উত্তর পাঠানোর ঠিকানা:  [email protected]

৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের ছবিসহ নাম-ঠিকানা পার্সটুডে ডটকমে প্রকাশ করা হবে।

৬. ইমেইলে সাবজেক্টের স্থানে 'কুইজ প্রতিযোগিতা ডিসেম্বর-২০২৩' লিখতে হবে।

৭. প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।