এপ্রিল ১০, ২০২৩ ২০:৫২ Asia/Dhaka

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানের তিন নম্বর টেলিভিশন চ্যানেলের 'মাহফিল' অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কুরআনের সূরা আল ফাতিহা তেলাওয়াত করেছেন ইরানের অন্যতম বিখ্যাত ক্বারি সাইয়্যেদ জাওয়াদ হুসাইনি। তার হৃদয়গ্রাহী তেলাওয়াতে মুগ্ধ হন বিচারক এবং দর্শকরা।

এর আগে বাংলাদেশ সফরে গিয়ে এক নিঃশ্বাসে সূরা ফাতিহা তেলাওয়াত করে ব্যাপক প্রশংসিত হন এই ইরানি ক্বারি। সেই অনুষ্ঠানের দৃশ্যও দেখানো হয় ইরানি টিভিতে।

'মাহফিল' অনুষ্ঠানে প্রতিদিনই ইরানের বিভিন্ন এলাকার ক্বারিগণের পাশাপাশি বিদেশি ক্বারি ও হাফেজগণ অংশ নেন। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেশ-বিদেশের বিখ্যাত ক্বারিগণ। তাঁরা প্রতিযোগীদের তেলাওয়াতের ওপর নানারকম প্রশ্ন করেন। পাশাপাশি তাদের তেলাওয়াতের বিষয়ে সার্বিক মূল্যায়ন করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ