-
ইসলাম অবমাননাকর বক্তব্য থেকে পিছু হটলেন গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরু
জানুয়ারি ১৯, ২০২১ ২১:১৮মুসলমানদের প্রতিবাদের মুখে ইসলাম অবমাননাকর বক্তব্য থেকে পিছু হটেছেন গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরু ইরুতিমুস। তিনি দাবি করেছেন, ইসলাম ধর্ম ও সব মুসলমানকে তিনি যুদ্ধকামী মনে করেন না। কেবল উগ্রপন্থী মুসলমানদের কথা ভেবেই তিনি এ ধরণের মন্তব্য করেছেন।