-
পাকিস্তানের প্রাণকেন্দ্রে ইরানি সভ্যতা; চলছে আন্তর্জাতিক বসন্ত উৎসব
এপ্রিল ২১, ২০২৫ ২০:২৯পার্সটুডে-পাকিস্তানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক সংস্কৃতি ও বসন্ত উৎসব শুরু হয়েছে ইসলামাবাদে। ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ বিভিন্ন দেশের অংশগ্রহণে ওই উৎসব শুরু হয়। উৎসবে যোগদানকারীরা 'ইরানী সভ্যতা'প্যাভিলিয়নকে উৎসাহের সাথে স্বাগত জানিয়েছে।