-
ওমান সাগরে জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করল ইসরাইল: তেহরানের প্রতিক্রিয়া
আগস্ট ০২, ২০২১ ১৬:২৬লন্ডনভিত্তিক ইসরাইলি ধনকুবের ইয়াল অফারের ‘জোডিয়াক মেরিটাইম কোম্পানি’ শুক্রবার এক বিবৃতিতে জানায়, ওমান উপকূলে ইসরাইলি মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। ওই হামলায় তাদের দুই ক্রু নিহত হয়েছে।