বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছেই!
(last modified Mon, 27 Mar 2023 09:53:32 GMT )
মার্চ ২৭, ২০২৩ ১৫:৫৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ২৭ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • এক কেজি মুরগিতে ৫৫ টাকা মুনাফা কী করে সম্ভব--প্রথম আলো
  • সুপ্রিম কোর্টে পুলিশের লাঠিচার্জ: রিটের আদেশ বুধবার-ইত্তেফাক
  • আটকে আছে বৈদেশিক ঋণের ৩৬ হাজার কোটি টাকা-যুগান্তর
  • হাজার হাজার মানুষকে হত্যা করেছে জিয়া: প্রধানমন্ত্রী-মানবজমিন
  • প্রলয় গ্যাংয়ের বিরুদ্ধে ঢাবি উপাচার্যের কাছে লিখিত অভিযোগ-কালের কণ্ঠ
  • এক বছরে রিজার্ভ কমেছে সাড়ে ২৯ শতাংশ- নয়াদিগন্ত

কোলকাতার শিরোনাম:

  • সেই একই টেপ রেকর্ডার বাজাচ্ছেন! জামিন পেলে ওরা কি নাচবে? কোর্টে ফের তোপের মুখে সিবিআই-আনন্দবাজার পত্রিকা
  • মুসলিম সংরক্ষণ সংবিধান-বিরোধী, ভোটমুখী কর্ণাটকে দাবি করলেন অমিত শাহ-সংবাদ প্রতিদিন
  • বিরোধীমুক্ত ভারত!-গণশক্তি

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

বাংলাদেশের প্রধানমন্ত্রী

 

হাজার হাজার মানুষকে হত্যা করেছে জিয়া: প্রধানমন্ত্রী-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, জিয়াউর রহমান ক্ষমতায় এসে হাজার হাজার মানুষ হত্যা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সেনা বাহিনীর মুক্তিযোদ্ধা অফিসার, সৈনিক থেকে শুরু করে প্রায় ৫ হাজার মানুষকে নির্বিচারে ফাঁসি দিয়েছে, গুলি করেছে, হত্যা করেছে। পরিবারগুলো তাদের লাশও পায়নি। সব লাশ গুম হয়ে গেছে। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করা এবং প্রথমে লেবাস পড়ে ক্ষমতা যাওয়া, রাজনীতিকে গালি দিয়ে ক্ষমতা দখল করে, আবার সেই লেবাস খুলে নিজেরাই রাজনীতিবিদ হয়ে যাওয়া আর ক্ষমতা উচ্ছিষ্ট বিলিয়ে দখল গঠন করার কালচারটাই শুরু হয়েছিল বাংলাদেশে। অবৈধ দখলকারীদের হাতে তৈরি করা যে সংগঠন তারা নাকি গণতন্ত্র চায়।

যাদের জন্মই গণতন্ত্রের মধ্য দিয়ে হয়নি। যাদের জন্ম মিলিটারি ডিক্টেটেডের মধ্য দিয়ে, তারা আবার গণতন্ত্র চায়। আওয়ামী লীগ গণতন্ত্র দেয়নি, তারা গণতন্ত্র দেবে। গণতন্ত্রের জন্য নাকি তারা লড়াই করে। ওদের জিজ্ঞেস করতে হয়, তাদের জন্মটা কোথায়? অবৈধ দখলদারি এটা তো আমাদের কথা না। আমাদের উচ্চ আদালত বলে দিয়েছে যে, জিয়া-এরশাদ সম্পূর্ণ অবৈধ। তারপর তারাও নাকি গণতন্ত্রের জন্য সংগ্রামও করে।

স্থপতি ইমতিয়াজ ‘হত্যার রহস্য বের করেছে’ ডিবি প্রথম আলোর খবরে লেখা হয়েছে, ঢাকার তেজগাঁওয়ের স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়াকে (৪৭) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্না, মেঘ আনোয়ার ও অভি। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ বন্দর থানার একটি গ্যারেজ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।

ইমতিয়াজ ঢাকার তেজগাঁও থানা এলাকার মোহাম্মদ হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ির নকশার কাজ করতেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ৭ মার্চ বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। এ নিয়ে ৮ মার্চ তাঁর স্ত্রী ফাহামিদা আক্তার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরদিন মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি ঝোপের ভেতর থেকে ইমতিয়াজের লাশ উদ্ধার হয়। তবে পরিবার তা জানতে পারেনি। বেসরকারি একটি টেলিভিশনে ইমতিয়াজ নিখোঁজের বিষয়ে প্রতিবেদন সম্প্রচারিত হলে ১০ দিন পর পরিবার জানতে পারে, ইমতিয়াজ মোহাম্মদ খুন হয়েছেন। সিরাজদিখানে যে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়েছে, তা ইমতিয়াজের। পরে আদালতের অনুমতিতে ওই লাশ উদ্ধার করে শনাক্ত করেছেন ইমতিয়াজের স্বজনেরা।

ডিবি জানায়, একটি অ্যাপের মাধ্যমে চক্রের সদস্যরা বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে বাসায় ডেকে নিতেন। পরে আপত্তিকর অবস্থান ভিডিও, ছবি রেকর্ড করে ওই ব্যক্তির কাছে টাকা  আদায়ের চেষ্টা করতেন। ভুক্তভোগীরা সামাজিক অবস্থানের কারণে কখনোই  এ বিষয়ে মুখ খুলতেন না। চাঁদাবাজি ও  মুক্তিপণের টাকা জমা হতো চক্রের সদস্য আরাফাতের মায়ের ব্যাংক অ্যাকাউন্টে।

মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই অ্যাপের মাধ্যমে স্থপতি ইমতিয়াজের সঙ্গে চক্রের সদস্য আসিফের পরিচয় হয়। ৭ মার্চ ইমতিয়াজকে মুঠোফোনে কলাবাগানের একটি বাসায় ডেকে নেন আসিফ। সেখানে আগে থেকেই ছিলেন আরাফাত, মুন্না, মেঘ। তাঁরা সবাই মিলে তাঁকে ফাঁদে ফেলে টাকার জন্য মারধর করেন। একপর্যায়ে ইমতিয়াজ মারা যান। পরে একটি গাড়িতে করে মুন্সিগঞ্জ গিয়ে লাশ ফেলে দেন।

কঠিন শর্তে ঋণ নিচ্ছে বাংলাদেশ

কঠিন শর্তে আরও চীনা ঋণ নিচ্ছে সরকার-প্রথম আলোর অর্থ-বাণিজ্য বিষয়ক এ খবরে লেখা হয়েছে, আবারও চীনের কাছ থেকে কঠিন শর্তে ৫০ কোটি ডলারের বেশি ঋণ নিচ্ছে বাংলাদেশ। রাজশাহী ওয়াসার পানি শোধনাগার এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের জাহাজ কেনার প্রকল্পে এ অর্থ আসছে। এর মধ্যে রাজশাহী ওয়াসার পানি শোধনাগার প্রকল্পের ঋণের দর-কষাকষি শেষ। আগামী মাসে ঋণচুক্তি হবে। অন্যটির দর-কষাকষি এখনো চূড়ান্ত হয়নি। এ দুটি প্রকল্পে সব মিলিয়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি ঋণ নেওয়া হচ্ছে।

এসব ঋণের শর্ত হলো চীনের এক্সিম ব্যাংকই প্রকল্পের ঠিকাদার ঠিক করে দেবে। সুদের হার সোয়া ২ শতাংশের মতো হলেও ঋণ পরিশোধের সময় মাত্র ১৫ বছর। এ ছাড়া গ্রেস পিরিয়ড পাঁচ বছর। অর্থাৎ ২০২৩ সালে ঋণচুক্তি হলে ২০২৭ সাল থেকে ঋণ পরিশোধ শুরু হবে। ঋণ পরিশোধের সময়সীমা বেশ কম বলে ঋণের কিস্তির পরিমাণ তুলনামূলক বেশি হয়। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো সংস্থা থেকে ঋণ নিলে ৩০-৩৫ বছরে পরিশোধ করতে হয়।

নয়া দিগন্তের অর্থনীতি বিষয়ক খবরে লেখা হয়েছে, বৈদেশিক মুদ্রার মজুদ কমছেই। গত এক বছরে এ বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ১৩ বিলিয়ন ডলার কমে গেছে। গত বছরের ২২ মার্চ দেশের বৈদেশিক মুদ্রার মজুদ ছিল যেখানে ৪৪.২৮ বিলিয়ন ডলার, গত ২২ মার্চ তা কমে নেমেছে ৩১.৩০ বিলিয়ন ডলারে। এক বছরে রিজার্ভ কমার হার ২৯.৩১ শতাংশ। অর্থনীতির সর্বশেষ সূচক দিয়ে তৈরি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।আগুন লাগা সম্পর্কিত খবরে ইত্তেফাক লিখেছে, রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগে কিছু ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দু্ই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দির সংলগ্ন সুইপার কলোনিতে আগুনের ঘটনায় দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এদিকে, গুলিস্তানে বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

প্রলয় গ্যাংয়ের বিরুদ্ধে ঢাবি উপাচার্যের কাছে লিখিত অভিযোগ-কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় ‘প্রলয় গ্যাংয়ের’ বিরুদ্ধে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিশব্বিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে  ‘জোবায়েরের ওপর নির্মম ও নৃশংস হামলার প্রতিবাদে এবং গ্যাং সংস্কৃতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ' করেন তারা। সমাবেশ শেষে এ লিখিত অভিযোগ দেওয়া হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা অনতিবিলম্বে হামলায় জড়িত সকলকে ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।রবিবার কর্ণাটকের বিদর এলাকায় সভা ছিল অমিত শাহর। সেখানে তিনি ধর্মের ভিত্তিতে সংরক্ষণকে সংবিধান-বিরোধী বলেও দাবি করেন। এইসঙ্গে কংগ্রেসকে তোপ দেগে বলেন, মুসলিমদের তোষণের রাজনীতি করত কংগ্রেস।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

বিরোধীমুক্ত ভারত!-গণশক্তি

মোদি -শাহ

একদা মোদী-শাহদের ঘোষিত লক্ষ্য ছিল কংগ্রেসমুক্ত ভারত গড়ার। এখন কয়েক ধাপ এগিয়ে তাঁরা বিরোধীমুক্ত ভারত গড়ার লক্ষ্যে পা বাড়িয়েছেন।ভাবা যায় কংগ্রেসমুক্ত ভারত গড়ার আরএসএস-বিজেপি’র অন্যতম প্রধান মুখ নরেন্দ্র মোদী ও অমিত শাহ।ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতা সংগ্রাম বিকশিত হয়েছিল যে মঞ্চে দাঁড়িয়ে এবং যে ঝান্ডা হাতে নিয়ে, স্বাধীন ভারতের জন্ম হয়েছিল যাঁদের লড়াইয়ের উত্তাল তরঙ্গ শীর্ষে, যাঁদের হাতে শুরু হয়েছিল স্বাধীন ভারতের নির্মাণ যজ্ঞ সেই কংগ্রেসকেই নাকি দেশ থেকে নির্মূল করে দিতে হবে। এমনটাই বলছে আরএসএস-বিজেপি।

মুসলিম সংরক্ষণ সংবিধান-বিরোধী, ভোটমুখী কর্ণাটকে দাবি করলেন অমিত শাহ-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, সম্প্রতি ভোটমুখি কর্ণাটকে (Karnataka) ওবিসি মুসলিমদের (OBC Muslim) ৪ শতাংশ সংরক্ষণ বাতিল করেছে বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai) সরকার। দক্ষিণের রাজ্যে ভোটের প্রচারে এসে দিন সেই সিদ্ধান্তকে প্রশংসায় ভরিয়ে দিলেন অমিত শাহ (Amit Shah)। রবিবার এক দলীয় সভায় তিনি বলেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণের স্থান নেই ভারতীয় সংবিধানে। অনৈতিকভাবে এই কাজ করেছিল বিগত কংগ্রেস (Congress) সরকার। বিজেপি (BJP) কখনও তোষণের রাজনীতি করে না।

সময়সীমা শেষ, পঞ্চায়েতের ৭৫ শতাংশ আসনে প্রার্থীই পাচ্ছে না বিজেপি!-সংবাদ প্রতিদিন

গ্রাম পঞ্চায়েত আসনে সম্ভাব‌্য প্রার্থীদের নামের তালিকা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তুত করতেই পারল না বঙ্গ বিজেপি (BJP)। গ্রাম পঞ্চায়েতস্তরের আসনে তিনজন করে প্রার্থীদের নাম জেলা কমিটিগুলিকে জমা দিতে বলা হয়েছিল গত ২০ মার্চের মধ্যে। কিন্তু গেরুয়া শিবির সূত্রে খবর, গ্রাম পঞ্চায়েতস্তরে ২৫ শতাংশ আসনেও এখনও সম্ভাব‌্য প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা যায়নি।পঞ্চায়েত ভোট দরজায় কড়া নাড়ছে, তখন তিনজন করে প্রার্থী খুঁজতে শীর্ষ নেতৃত্বের নির্দেশ পালনে বিজেপি হিমশিম খেতে হচ্ছে জেলা কমিটিগুলিকে। সিংহভাগ বুথেই প্রার্থী পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে বঙ্গ বিজেপিতেই।

সেই একই টেপ রেকর্ডার বাজাচ্ছেন! জামিন পেলে ওরা কি নাচবে? কোর্টে ফের তোপের মুখে সিবিআই-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, নিয়োগ মামলায় আবার আদালতের ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে সিবিআইয়ের মামলার শুনানি ছিল আদালতে। সেখানে শান্তিপ্রসাদকে আরও একবার হেফাজতে চেয়ে আদালতে সিবিআই আর্জি জানালে বিচারক কিছুটা অসন্তোষের সুরেই জানতে চেয়েছেন, ‘‘সেই একই টেপ রেকর্ডার বাজাচ্ছেন! জামিন পেলে ওরা কি নাচবে?’’ আদালতের এই প্রশ্নের স্পষ্ট কোনও জবাব দিতে পারেনি সিবিআই।নিয়োগ মামলা অভিযুক্তরা এর আগে যত বারই আদালতে জামিনের আবেদন করেছেন, সিবিআই তার বিরোধিতা করেছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ