শিশু নির্যাতন-শোষণের কারণে সাংবাদিক শামসুজ্জামান গ্রেপ্তার: পররাষ্ট্র মন্ত্রণালয়
(last modified Sat, 01 Apr 2023 12:05:04 GMT )
এপ্রিল ০১, ২০২৩ ১৮:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ১ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • প্রথম আলোর প্রতিবেদন-ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালানো হয়েছে: ওবায়দুল কাদের প্রথম আলো
  • পৃথিবীর মধ্যে অর্থনৈতিক বৈষম্য বাংলাদেশ শীর্ষে : মোশাররফ-বাংলাদেশ প্রতিদিন
  • শিশু নির্যাতন-শোষণের কারণে সাংবাদিক শামসুজ্জামান গ্রেপ্তার: পররাষ্ট্র মন্ত্রণালয়-ইত্তেফাক
  • স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ছুঁই ছুঁই-যুগান্তর
  • অবস্থান কর্মসূচিতে ফখরুল সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে-মানবজমিন
  • মাঝ আকাশে বিমানকর্মীকে যৌন হেনস্তা, গ্রেপ্তার বৃদ্ধ-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • দাবি ১ লক্ষ ১৫ হাজার কোটি! কত টাকা পাঠাল কেন্দ্র!-আনন্দবাজার পত্রিকা
  • হিন্দু রাষ্ট্রে দুইয়ের বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না! হুঁশিয়ারি বিজেপি নেতার-সংবাদ প্রতিদিন

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে নিয়ে আজও প্রায় প্রতিটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে নানা খবর পরিবেশিত হয়েছে। প্রথম আলোর খবর- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। 

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  প্রথম আলোর প্রতিবেদন সম্পর্কে বলেছেন,ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালানো হয়েছে। তিনি আরও বলেন, প্রথম আলো আর বিএনপি একে অপরের পরিপূরক। সরকারকে হেয় করতে প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। তিনি বলেন, 'প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এতে কোনো সন্দেহ নেই। প্রথম আলো আর বিএনপি একজন আরেকজনের পরিপূরক।'

 আর পররাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে, প্রতিবেদন নয়, শিশু নির্যাতনের জন্য শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে শামসুজ্জামানের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, সমাবেশ হয়েছে।  দেশের বিশিষ্ট নাগরিকেরা প্রতিক্রিয়ায় পশ্ন করেছেন, বাংলাদেশের ভাবমূর্তি কে নষ্ট করছে? বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ার খবরে দেখা যাচ্ছে- জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

অবস্থান কর্মসূচিতে ফখরুল সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে, প্রতারণা করে এই সরকার ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারকে অবশ্যই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা পরাজিত হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি মিটিং হয়েছে সেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন- নির্বাচনের সকল ব্যবস্থা গ্রহণ করুন। প্রয়োজনে আগাম নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। অর্থাৎ তারা ভিন্ন কৌশল নিতে চায়। আগেভাগে নির্বাচন করে গোটা জাতিকে বোকা বানিয়ে আগের মত ক্ষমতায় যেতে চায়। এবার জনগণ আপনাদের কোনো কৌশলকেই সফল হতে দেবে না। আপনাদের কোনো ফাঁদে জনগণ পা দেবে না, এবার তারা প্রতিরোধ গড়ে তুলবে। আপনাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবে। পৃথিবীর মধ্যে অর্থনৈতিক বৈষম্য বাংলাদেশ শীর্ষে : মোশাররফ-বাংলাদেশ প্রতিদিন

পুরো পৃথিবীর মধ্যে অর্থনৈতিক বৈষম্য বাংলাদেশ শীর্ষে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের যে সংকট সেটা এই সরকার নিরসন করতে পারবে না। জনগণ এ সরকারকে আর দেখতে চায় না। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে হবে।  

 এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

বকেয়া আদায়ের দাবিতে দু’দিন ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্না কর্মসূচি শেষ হওয়ার ৪৮ ঘণ্টা মধ্যেই কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য। ১০০ দিনের কাজের অর্থ বন্ধ প্রায় দেড় বছর। এ ছাড়াও, আবাস, সড়ক যোজনা-সহ মোট ১০৬টি প্রকল্পে বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার, এমনটাই অভিযোগ রাজ্য সরকারের। পাল্টা বিজেপির জবাব, আগে পাওয়া কেন্দ্রীয় সরকারি অর্থের হিসেব দিতে না পারাতেই বরাদ্দ বন্ধ রয়েছে। এ ক্ষেত্রে কোনও রাজনীতি নেই। এমনই সংঘাতের আবহে একটি প্রকল্পের বরাদ্দ অর্থ রাজ্যকে দিয়েছে কেন্দ্র। এই বরাদ্দ এসেছে মিড ডে মিলের জন্য। বরাদ্দ হয়েছে ৬৩৮ কোটি টাকা। যা রাজ্য সরকারের বকেয়ার দাবির কাছে অনেকটাই কম বলে মনে করছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের পাওনার পরিমাণ এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা।

হাওড়ার অশান্তিতে বিজেপিকে দুষলেন মমতা, উদ্বেগ প্রকাশ শাহ-র-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, হাওড়া-কাণ্ডে বিজেপির দিকেই অভিযোগের তির ছুড়লেন মুখ্যমন্ত্রী । ‘সুপরিকল্পিত হামলা’বলে তোপ দাগলেন অভিষেক বন্দোপাধ্যায়।এদিকে ঘটনায় গ্রেপ্তার  করা হয়েছে৩৫ জনকে। কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। অন্যদিকে হাওড়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অমিত শাহ। আর হাওড়ার ঘটনার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কর্ণাটকে কৃষক প্রতিরোধ-গণশক্তি

বহু বছর ধরে চাষের জমি থেকে কৃষকদের উচ্ছেদ রুখলেন কৃষকরা। কর্ণাটকের টুমকুরের কৃষকরা। সারা ভারত কৃষক সভার নেতৃত্বে হয়েছে প্রতিরোধ। রাজ্যের বন দপ্তরকে আপাতত পিছু হটতে হয়েছে প্রতিরোধের মুখে পড়ে। এলাকার কৃষকনেতা দোদনজাইয়া গুরুতর আহত হয়েছেন। পুলিশের আক্রমণে আহত হয়েছেন মোট ৩০ কৃষক।

হিন্দু রাষ্ট্রে দুইয়ের বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না! হুঁশিয়ারি বিজেপি নেতার-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, যাঁদের দুই সন্তান ভোটাধিকার থাকবে শুধু তাঁদেরই। রামনবমীর মিছিল থেকে উসকানিমূলক মন্তব্য সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের। এই ঘটনার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে হায়দরাবাদে। অভিযোগ, আফজলগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকার রামনবমীর মিছিল থেকে উসকানিমূলক মন্তব্য করেছেন টি রাজা সিং।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১

ট্যাগ