লাইসেন্স বাতিলের দাবি
ল্যাবএইডে এন্ডোস্কোপি করতে গিয়ে মৃত্যু! ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১১ মার্চ সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।
বাংলাদেশের শিরোনাম:
- ৫ টাকার লেবু ঢাকায় ১৫ টাকা কেন, বিস্ময় বাণিজ্য প্রতিমন্ত্রীর- প্রথম আলো
- এন্ডোস্কোপি করতে গিয়ে মৃত্যু-ল্যাবএইডের লাইসেন্স বাতিল ও ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট- ইত্তেফাক
- মিয়ানমারে সংঘাত-ফের মিয়ানমার সীমান্তরক্ষীর ২৯ সদস্যের বাংলাদেশে প্রবেশ- যুগান্তর
- বাণিজ্য প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি - ব্যবসা করতে হলে দেশের আইন মেনে করতে হবে- মানবজমিন
কোলকাতার শিরোনাম:
- চিনের নজরদার জাহাজ ঢুকছে বঙ্গোপসাগরে! কেন, গন্তব্য কী, এখনও অস্পষ্ট, নজর রাখছে নয়াদিল্লিও-আনন্দবাজার পত্রিকা
- সন্দেশখালিতে CBI-ই বহাল, ‘শাহজাহানকে গ্রেপ্তারে এত দেরি কেন’, রাজ্যকে ‘সুপ্রিম’ প্রশ্ন- সংবাদ প্রতিদিন
- সমাবেশ বানচাল করতে সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা- গণশক্তি
- দিদি না মোদি, জনতার দরবারে প্রশ্ন ছুঁড়লেন অভিষেক-আজকাল
- এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের ৬ মুসলিম প্রার্থী-পুবের কলম
শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।
পবিত্র রমজান মাস আসন্ন। দ্রব্যমূল্য নিয়ে প্রায় সব দৈনিকে খবর পরিবেশিত হয়েছে।
প্রথম আলোর শিরোনাম- চিনি, ছোলা, লেবু, ডাল ও খেজুরের দাম এবার ইফতারে খরচ বাড়িয়ে দেবে। খবরটিতে লেখা হয়েছে, রোজায় চিনি, খেজুর, সয়াবিন তেল, ছোলাসহ ইফতারসামগ্রী তৈরিতে ব্যবহৃত বিভিন্ন পদের ডালের চাহিদা বেড়ে যায়। এ বছর এসব পণ্যের প্রায় সবগুলোর দামই চড়া। এর মধ্যে চিনি ও তেলের দাম এক বছরের বেশি সময় ধরে বাড়তি। তার সঙ্গে রোজাকে সামনে রেখে এবার খেজুর, ছোলা ও ডালের দামও বেড়ে গেছে। এ ছাড়া পেঁয়াজ, বেগুন, শসা ও লেবুর দামও চড়া। বিদেশি ফলের দাম নাগালের মধ্যে নেই। তাতে ইফতার আয়োজনে সাধারণ মানুষকে এবার খরচ সামলাতে বেশ হিমশিম খেতে হবে। আর মানবজমিনের খবরে লেখা হয়েছে, বাণিজ্য প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি, ব্যবসা করতে হলে দেশের আইন মেনে করতে হবে।
মিয়ানমারে সংঘাত-বাংলাদেশে আবারও ঢুকে পড়েছে মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, মিয়ানমারের ভেতরে স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে আবারও পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশটির সিমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৯ সদস্য। সোমবার (১১ মার্চ) তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদর দপ্তররের জনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, এন্ডোস্কোপি করতে গিয়ে রাহিব রেজার (৩১) মৃত্যুর ঘটনায় রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর ঘটনায় রাহিবের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।সোমবার (১১ মার্চ) রাহিবের পরিবারের পক্ষে আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এ রিট আবেদন করেন। স্বাস্থ্য মন্ত্রলায়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।জানা গেছে, ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কোপি করাতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় রাজধানীর স্টার্টিক ইঞ্জিনিয়ারিংয়ের আইটি কনসালটেন্ট রাহিবের।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত
চিনের নজরদার জাহাজ ঢুকছে বঙ্গোপসাগরে! কেন, গন্তব্য কী, এখনও অস্পষ্ট, নজর রাখছে নয়াদিল্লিও-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বঙ্গোপসাগরে ঢুকছে চিনের নজরদার জাহাজ! সমুদ্রে বিভিন্ন জাহাজের উপর নজরদারি চালানো একটি ওয়েবসাইট জানিয়েছে, ইতিমধ্যেই শিয়াং ইয়াং হং-১ নামের জাহাজটি বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা দিয়েছে। মনে করা হচ্ছে ভারতের পূর্ব উপকূলে নজরদারি চালানোর জন্যই ওই জাহাজকে পাঠাচ্ছে চিন। যদিও বেজিংয়ের তরফে আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।জাহাজটির গন্তব্য কোথায়, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। এমনিতে বঙ্গোপসাগর ধরে এগোনো জাহাজের সম্ভাব্য গতিপথ হতে পারে শ্রীলঙ্কা, আরও স্পষ্ট করে বললে কলম্বো বন্দর। তবে সম্প্রতি শ্রীলঙ্কার রনিল বিক্রমসিঙ্ঘের সরকার জানায় যে, এক বছর তারা দেশের কোনও বন্দরে নজরদার জাহাজকে ঠাঁই দেবে না। কলম্বোকে চাপ দিয়ে চিন সে দেশের বন্দরে তাদের নজরদার জাহাজকে নিয়ে যেতে চাইছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে ভারত।
সংবাদ প্রতিদিন পত্রিকার খবরে লেখা হয়েছে, সন্দেশখালি মামলায় শীর্ষ আদালতে ধাক্কা রাজ্যের। এই ঘটনায় সিবিআই তদন্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল আদালত। একইসঙ্গে রাজ্যকে ‘সুপ্রিম’ প্রশ্ন, শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে এত দেরি কেন? তবে কলকাতা হাই কোর্টের রায়ে রাজ্য পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে যে সব বিরূপ মন্তব্য ছিল, তা বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। সন্দেশখালির ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য। ৫৪ দিনের মাথায় অবশেষে গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালির ‘বাহুবলী’ শাহজাহান শেখ। ইডির আর্জিতে সাড়া দিয়ে কলকাতা হাই কোর্ট তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেখানেও তারা ধাক্কা খেল। তদন্তভার সিবিআইয়ের হাতেই রাখার নির্দেশ দিল শীর্ষ আদালত। কেন শাহজাহানকে গ্রেপ্তার করতে প্রায় দেড় মাস সময় লেগে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।
সমাবেশ বানচাল করতে সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা-গণশক্তি পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সন্দেশখালিতে সিপিআই(এম) এর সভা বানচাল করার জন্য ফেরি ঘাটে ১৪৪ ধারা জারি করলো প্রশাসন। সোমবার সন্দেশখালিতে সমাবেশের ডাক দিয়েছিল সিপিআই(এম)। শনিবার থেকে গোটা রাজ্য জুড়ে ১১ টি জায়গায় সমাবেশ করেছে সিপিআই(এম)।কিন্তু হঠাৎ করেই এদিন সকাল থেকে ফেরি ঘাট গুলোয় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার ফলে বহু কর্মী সমর্থক আসতে পারছেন না। অথচ গতকাল শুভেন্দু অধিকারীর যখন সমাবেশ করে তখন কোন ১৪৪ ধারা জারি করা হয়নি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১১