মুক্ত বাণিজ্যে ইরানের বড় পদক্ষেপ; ট্রাম্প ও পুতিনের আলোচনা
-
• ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্টের সাথে কিরগিজস্তানের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ
পার্সটুডে- ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন: বিদ্যমান সক্ষমতা এবং সুযোগককে কাজে লাগিয়ে কিরগিজস্তান ও রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী ইসলামী প্রজাতন্ত্র ইরান।
ইরান ও ইউরেশিয়ান ইউনিয়নের দেশগুলোর মধ্যে সম্পর্ক বিস্তার, আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠক, এই বৈঠক সম্পর্কে জেলেনস্কির মন্তব্য, ক্ষুধার কারণে গাজায় ফিলিস্তিনিদের একে একে শহীদ হওয়া, গাজার প্রতি তুর্কি জনগণের সংহতি এবং নেতানিয়াহুর বিরুদ্ধে ৩১টি আরব ও মুসলিম দেশের বিবৃতি প্রভৃতি গত ২৪ ঘন্টায় ইরান ও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, যা আমরা এই পার্সটুডে নিউজ প্যাকেজে আলোচনা করব:
ইউরেশিয়ান ইউনিয়নের দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক সম্প্রসারণ
ইরনা জানিয়েছে, ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ শুক্রবার সন্ধ্যায় কিরগিজস্তানে অনুষ্ঠিত ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের আন্তঃসরকারি কাউন্সিলের ৪৩তম অধিবেশনের ফাঁকে কিরগিজস্তানের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উপর জোর দেন। এই বৈঠকে আরেফ বলেন: ইউরেশিয়ান ইউনিয়নে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পর্যবেক্ষক সদস্যপদ এবং মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এই ইউনিয়নের দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক সম্প্রসারণ এবং গভীরতর করতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
পুতিনের সাথে বৈঠককে গঠনমূলক বললেন প্রেসিডেন্ট ট্রাম্প
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আলাস্কা রাজ্যে মার্কিন ও রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। পুতিনের সাথে প্রায় তিন ঘন্টা আলোচনার পর ট্রাম্প ঘোষণা করেন যে বৈঠকে বিরাট অগ্রগতি হয়েছে এবং অনেক বিষয়ে একমত হয়েছে, মাত্র কয়েকটি বিষয় বাকি রয়েছে। ভ্লাদিমির পুতিন আলাস্কায় তার আমেরিকান প্রতিপক্ষের সাথে আলোচনাকে গঠনমূলক এবং কার্যকর বলে মূল্যায়ন করে বলেন: ট্রাম্পের সাথে বৈঠকে উত্থাপিত প্রধান বিষয়গুলির মধ্যে একটি ছিল ইউক্রেনীয় সংঘাতের সমাধান। রাশিয়া ইউক্রেনীয় সংকটের অবসান ঘটাতে আগ্রহী এবং আমি আশা করি যে আলাস্কায় সম্পাদিত চুক্তিগুলি ইউক্রেনীয় সমস্যা সমাধান এবং রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।
গাজায় ক্ষুধার কারণে ১০৬ শিশু শহীদ
গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক "মুনির আল-বারশ" এক বিবৃতিতে বলেছেন যে, ক্ষুধা ও অপুষ্টির কারণে এই অঞ্চলে ২৪০ জন শহীদ হয়েছেন, যাদের মধ্যে ১০৬ জন শিশু রয়েছে। তিনি বলেছেন: "যদি দুর্ভিক্ষ অব্যাহত থাকে, তাহলে আমরা এমন এক পর্যায়ে পৌঁছে যাব যেখানে প্রতিদিন ৫০০ জন শহীদ হবেন।" আল-বারাশ আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে আরও বলেন যে ইসরায়েলি সরকার সরাসরি এলাকার হাসপাতালগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং গাজার ৯৫ শতাংশ ভূগর্ভস্থ পানি আর পান করার উপযোগী নয়।
ট্রাম্পের সাথে সাক্ষাতে পুতিন তিনটি লক্ষ্য অর্জন করেছেন: জেলেনস্কি
ট্রাম্প এবং পুতিনের মধ্যে সাক্ষাতের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে ভ্লাদিমির পুতিন তিনটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বৈঠকে যোগ দিয়েছিলেন এবং দুর্ভাগ্যবশত, সেগুলি সবই অর্জন করেছেন। জেলেনস্কি জোর দিয়ে বলেছেন: ট্রাম্পের সাথে সাক্ষাতে পুতিনের কেবল একটি ছবির প্রয়োজন ছিল, এই ছবিটি তার রাজনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি বলেছেন: বৈঠকে রাশিয়ান প্রেসিডেন্টের উপস্থিতি নিজেই তার জন্য একটি ব্যক্তিগত বিজয়। জেলেনস্কি আরও বলেছেন: পুতিন আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে এবং বিশ্বে বৈধতা অর্জন করতে চেয়েছিলেন এবং মার্কিন প্রেসিডেন্টের সাথে সাক্ষাত তাকে এই সুযোগ করে দিয়েছে।
গাজার ফিলিস্তিনিদের সাথে তুর্কি জনগণের সংহতি
গাজার জনগণের সাথে সংহতি এবং দখলদার ইসরায়েলের চলমান অপরাধের নিন্দা জানিয়ে, তুর্কি মানবাধিকার ও শান্তি কর্মীরা ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করে বিক্ষোভ করেছেন। তুর্কি কর্মীরা গাজার পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশের ট্র্যাফিক লাইটগুলি সাজিয়েছেন, সবুজ বাতিতে "গাজা মুক্ত করুন" বার্তা এবং লাল বাতিতে "ইসরায়েলকে থামান" বার্তা প্রদর্শিত হয়েছে।
নেতানিয়াহুর বিরুদ্ধে ৩১টি আরব ও ইসলামী দেশ ঐক্যবদ্ধ
৩১টি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী, আরব লীগ, ইসলামী সহযোগিতা সংস্থা এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন, এগুলোকে আরব জাতীয় নিরাপত্তা এবং দেশগুলির সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি বলে অভিহিত করেছেন। এই দেশগুলি জোর দিয়ে বলেছে যে নেতানিয়াহুর বক্তব্য আন্তর্জাতিক সম্পর্কের আইন ও নীতির চরম লঙ্ঘন, আরব জাতীয় নিরাপত্তা এবং দেশগুলির সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ও শান্তির জন্য হুমকি।#
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।