ইউরোপ অস্ত্রশস্ত্র তৈরি করছে; অস্ত্র কারখানার আকার তিনগুণ বৃদ্ধি পেয়েছে
https://parstoday.ir/bn/news/world-i151178
পার্সটুডে- ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকায়, ইউরোপের সামরিক শিল্পগুলো অভূতপূর্ব গতিতে সম্প্রসারিত হচ্ছে।
(last modified 2025-08-16T12:48:52+00:00 )
আগস্ট ১৫, ২০২৫ ১৫:১৬ Asia/Dhaka
  • • ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপে অস্ত্র উৎপাদন তিনগুণ বৃদ্ধি পেয়েছে
    • ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপে অস্ত্র উৎপাদন তিনগুণ বৃদ্ধি পেয়েছে

পার্সটুডে- ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকায়, ইউরোপের সামরিক শিল্পগুলো অভূতপূর্ব গতিতে সম্প্রসারিত হচ্ছে।

১৫০টি অস্ত্র স্থাপনা থেকে প্রাপ্ত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে সবুজ মহাদেশ একটি ঐতিহাসিক পুনর্নির্মাণ কর্মসূচি পরিচালনা করছে, যেখানে অস্ত্র কারখানার আয়তন এখন ৭০ লক্ষ বর্গমিটারে পৌঁছেছে।

ফিনান্সিয়াল টাইমসের মতে, রাডার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য থেকে বোঝা যায় যে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ইউরোপীয় অস্ত্র কারখানাগুলোতে নির্মাণ কাজ শান্তিকালীন সময়ের তুলনায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে এবং এই স্থাপনাগুলোর প্রায় এক তৃতীয়াংশের ক্ষেত্রে বড় ধরনের সম্প্রসারণ লক্ষ্য করা গেছে, যেমন নতুন ভবন এবং রাস্তা নির্মাণ প্রভৃতি।

এই বিশাল অস্ত্র নির্মাণ প্রক্রিয়া সম্প্রসারণ ইউরোপীয় প্রতিরক্ষা শক্তি সম্প্রসারণ উদ্যোগের ফল  যখানে যুদ্ধাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। এই উদ্যোগের অধীনে ৮৮টি কারখানার মধ্যে ২০টি বড় ধরনের নির্মাণ কাজ সম্পন্ন করেছে, অন্যগুলো ছোটখাটো সম্প্রসারণ বা রূপান্তরের মধ্য দিয়ে গেছে।

স্যাটেলাইট চিত্রগুলো থেকে বোঝা যায় যে জার্মানির রাইনমেটাল এবং ব্রিটেনের বিএই সিস্টেমের মতো বড় কোম্পানিগুলোসহ ইউরোপীয় সামরিক স্থাপনাগুলো দ্রুত যুদ্ধাস্ত্র উৎপাদন কেন্দ্রে পরিণত হচ্ছে। উদাহরণস্বরূপ, রাইনমেটালের ১৫৫ মিমি গোলাবারুদ উৎপাদন ক্ষমতা ২০২২ সালে ৭০,০০০ থেকে বেড়ে ২০২৭ সালে ১.১ মিলিয়নে পৌঁছাবে।

ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, প্রতিরক্ষা বিশ্লেষক উইলিয়াম আলবারসিও অস্ত্র স্থাপনার সম্প্রসারণকে একটি "দীর্ঘমেয়াদী, কাঠামোগত পরিবর্তন" হিসাবে বর্ণনা করেছেন যা ইউরোপকে সামরিক প্রস্তুতির একটি নতুন যুগে নিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।