ইসরায়েলি যুদ্ধবন্দিদের পরিবারের বিক্ষোভের মধ্যে গাজা দখলের পরিকল্পনা
https://parstoday.ir/bn/news/west_asia-i151210
পার্সটুডে: ইসরায়েলি যুদ্ধবন্দিদের পরিবারগুলো শুক্রবার রাতে দখলকৃত দক্ষিণ ফিলিস্তিনের কফার আখিম শহরে যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাত্ৎজ-এর বাড়ির সামনে বিক্ষোভ করেছেন। এসময় তারা গাজায় যুদ্ধের অবসান এবং বন্দিদের মুক্তির দাবি জানান।
(last modified 2025-08-17T10:57:53+00:00 )
আগস্ট ১৬, ২০২৫ ১৮:৪৪ Asia/Dhaka
  • বিশাল বিক্ষোভের ডাক ইসরায়েলি যুদ্ধবন্দিদের পরিবারগুলোর
    বিশাল বিক্ষোভের ডাক ইসরায়েলি যুদ্ধবন্দিদের পরিবারগুলোর

পার্সটুডে: ইসরায়েলি যুদ্ধবন্দিদের পরিবারগুলো শুক্রবার রাতে দখলকৃত দক্ষিণ ফিলিস্তিনের কফার আখিম শহরে যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাত্ৎজ-এর বাড়ির সামনে বিক্ষোভ করেছেন। এসময় তারা গাজায় যুদ্ধের অবসান এবং বন্দিদের মুক্তির দাবি জানান।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের হাতে আটক ইসরায়েলি বন্দিদের পরিবারের সদস্যরা ওই সমাবেশে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, নেতানিয়াহু সরকারের অবহেলায় তাদের প্রিয়জনদের জীবন ঝুঁকিতে পড়েছে।

বিশাল বিক্ষোভের ডাক

বিক্ষোভকারীরা এক বিবৃতিতে দখলকৃত ভূখণ্ডে বসবাসকারী জনগণকে আহ্বান জানিয়েছে শনিবার তেলআবিব ও জেরুজালেমসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভে অংশ নিতে। এই প্রতিবাদের শ্লোগান: "আজকের নীরবতা = আগামীর ধ্বংস"। আয়োজকরা জানিয়েছেন, রোববারের সাধারণ ধর্মঘটের আগে দেশের বিভিন্ন শহরে একযোগে কয়েক ডজন মিছিল অনুষ্ঠিত হবে।

দ্রুত গাজা দখলের পরিকল্পনা

এদিকে, ইসরায়েলি চ্যানেল ‘কান’ জানায়, গাজা দ্রুত দখলের জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে বিশেষ পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাতে সংশ্লিষ্ট প্রস্তাবনা পর্যালোচনা হওয়ার কথা এবং রবিবার সেনাপ্রধান এয়াল জামির পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে গিয়ে পরিকল্পনা অনুমোদনের চেষ্টা করবেন।

ফিলিস্তিন রাষ্ট্র: হামাসের বিজয়

ইসরায়েলি পার্লামেন্ট (কনেসেট) স্পিকার আমির ওহানা মার্কিন নিউজম্যাক্স চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমা নেতাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে “হামাসের বড় জয়” বলে মন্তব্য করেছেন। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরন ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে উদ্দেশ করে বলেন,“ফিলিস্তিন রাষ্ট্র গড়তে চাইলে সেটা লন্ডন বা প্যারিসে গড়ে তুলুন।”

মাকরন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন। এ উদ্যোগে ফ্রান্সের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, পর্তুগাল, আন্দোরা, মাল্টা, সান মারিনো, লুক্সেমবার্গসহ কয়েকটি দেশ যোগ দিয়েছে।

মাইক্রোসফটের মাধ্যমে গুপ্তচরবৃত্তি

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট ৮২০০ মাইক্রোসফটের এক প্রযুক্তি ব্যবহার করে ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালিয়েছে—এমন অভিযোগে কোম্পানিটি জরুরি তদন্ত শুরু করেছে। অভিযোগে বলা হয়েছে, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ফিলিস্তিনিদের কথোপকথন রেকর্ড করা হয় এবং পরে সেগুলো গাজায় লক্ষ্যবস্তু শনাক্ত ও বোমাবর্ষণে কাজে লাগানো হয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, এসব প্রতিবেদনে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে।

ইসরায়েলি জেনারেলের সমালোচনা

ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আহারন হালিভা তীব্র সমালোচনা করে বলেন, 'বেনিয়ামিন নেতানিয়াহু মূলত একজন কাপুরুষ'। তিনি সাবেক সেনাপ্রধান হার্তসি হালিভিকেও আক্রমণ করে তাকে ,ভীতিগ্রস্ত ও মানসিকভাবে অসুস্থ, বলে আখ্যা দেন। হালিভার মতে, "৭ অক্টোবরের পরাজয় কোনো একদিনের ঘটনা নয়, বরং বহু বছরের নেতানিয়াহুর ব্যর্থতার ফল। আমরা বহু বছর ধরে সতর্কবার্তাগুলো উপেক্ষা করেছি।"

পার্সটুডে/এমএআর/১৬