ট্রাম্পের শুল্কযুদ্ধের আবহে কৃষকদের স্বার্থরক্ষায় গুরুত্ব মোদীর! বেঁধে দিলেন নয়া মন্ত্র
https://parstoday.ir/bn/news/event-i151186
ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস আজ। লালকেল্লা থেকে ‘নতুন ভারত’ গড়ার ডাক দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ১০৩ মিনিট ধরে চলা ভাষণে ভারতের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন।
(last modified 2025-08-15T12:02:48+00:00 )
আগস্ট ১৫, ২০২৫ ১৭:৫৫ Asia/Dhaka
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস আজ। লালকেল্লা থেকে ‘নতুন ভারত’ গড়ার ডাক দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ১০৩ মিনিট ধরে চলা ভাষণে ভারতের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন।

ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তির জট এখনও চলমান। ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির ক্ষেত্রে অন্তরায় মূলত কৃষি এবং দুগ্ধজাত দ্রব্য নিয়ে দুই দেশের একমত হতে না-পারা। আর সেই আবহেই কৃষকদের স্বার্থ রক্ষার কথা বললেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী আজ বললেন, কৃষকদের স্বার্থের সঙ্গে কখনই আপস করবে না তার সরকার। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে আবার একবার কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার মোদী জোরের সঙ্গে দাবি করেন, দেশের কৃষক এবং মৎস্যজীবীদের স্বার্থরক্ষার জন্য তিনি দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছেন! আমেরিকার নাম সরাসরি না নিলেও মোদীর নিশানায় ছিল ডোনাল্ড ট্রাম্পের সরকার।

বাণিজ্যচুক্তি নিয়ে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও ইতিমধ্যেই ভারতের উপর দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি এ-ও জানিয়েছেন, শুল্ক নিয়ে আলোচনা না-হলে বাণিজ্যচুক্তি নিয়ে কোনও কথা নয়! সেই হুঁশিয়ারির কাছে যে ভারত মাথা নত করবে না, শুক্রবার আরও একবার স্পষ্ট করেন মোদী।

লালকেল্লার ভাষণে মোদী বলেন, ‘স্বাধীনতার পর সকলের জন্য খাদ্য নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমাদের কৃষকেরা আমাদের স্বাবলম্বী করে তুলেছেন। তাই ভারত সরকার কৃষকদের স্বার্থের সঙ্গে কোনও আপস করবে না। দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে মোদী।’

'আত্মনির্ভর ভারত’ নিয়ে তার সরকারের সাফল্যের কথা তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘অন্য দেশের উপর নির্ভরশীল হওয়া বিপর্যয়ের অন্যতম অংশ। আমাদের স্বার্থরক্ষার জন্য আমাদের অবশ্যই স্বনির্ভর হতে হবে।’’ একবিংশ শতাব্দীকে ‘প্রযুক্তি-চালিত শতাব্দী’ বলে উল্লেখ করেছেন মোদী। তিনি জানান, তাঁর সরকার সৌর, হাইড্রোজেন এবং পারমাণবিক খাতে বেশ কয়েকটি প্রকল্প নিয়েছে।

মোদী মনে করেন, ‘‘এখন ইতিহাস লেখার সময়। বিশ্ববাজারকে আমাদের শাসন করতে হবে।’’ স্বাধীনতা দিবসে নতুন মন্ত্র বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ‘কম দাম, উচ্চ মান’ এই মন্ত্র সকলের লক্ষ্য হওয়া উচিত।#

পার্সটুডে/জিএআর/১৫