নেতানিয়াহুর অতিরঞ্জনের প্রতি ইরানি এক্স ইউজারদের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/iran-i151212
পার্সটুডে- ইরানের পানি সংকট সমাধানের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি ইসলামী এই দেশটির জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
(last modified 2025-08-17T12:36:49+00:00 )
আগস্ট ১৬, ২০২৫ ১৮:১৭ Asia/Dhaka
  • নেতানিয়াহুর নতুন ন্যাকামি সম্পর্কে প্রতিক্রিয়া
    নেতানিয়াহুর নতুন ন্যাকামি সম্পর্কে প্রতিক্রিয়া

পার্সটুডে- ইরানের পানি সংকট সমাধানের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি ইসলামী এই দেশটির জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ১৩ আগস্ট, ২০২৫ তারিখে হিব্রু গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ইরানের জনগণকে উদ্দেশ করে বলেন: "তোমাদের দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই ইসরায়েলি পানি বিশেষজ্ঞরা ইরানের প্রতিটি শহরে তোমাদের পানি সমস্যা সমাধানের জন্য আসবেন।"

নেতানিয়াহুর এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর গ্রাহক বা ইউজাররা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। এখানে ওইসব প্রতিক্রিয়ার কিছু অংশ তুলে ধরছি: 

অতিরঞ্জন

সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এর একজন ইউজার আলী ফারাহজাদি ইরান সম্পর্কে নেতানিয়াহুর অতিরঞ্জনের প্রতি একজন ইহুদি বসতি স্থাপনকারীর প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তিনি একজন জায়নিস্ট ব্যবহারকারীর উদ্ধৃতি দিয়ে বলেছেন: "ইরানের আক্রমণের ভয়ে আমরা এখনও ঘুমাতে ও খেতে পারছি না, আমাদের মন ভেঙে গেছে। আমাদের শোধনাগারগুলিতে আঘাত হানার পর, আমাদের জ্বালানি সংকট দেখা দিয়েছে। আমাদের আর লড়াই করার ইচ্ছা নেই, নেতানিয়াহু, ইরানের পানির পরিবর্তে, আমাদের স্নায়ুর কথা ভাবুন।"

মিথ্যাবাদী

আরেকজন ইউজার, রেজা নাসরি, ইরানি জনগণকে পানীয় পানি সরবরাহের বিষয়ে নেতানিয়াহুর দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন: "নেতানিয়াহু এমনকি ইসরায়েলের জনগণকে সুপেয় পানি সরবরাহের ক্ষমতা সম্পর্কে মিথ্যা কথা বলেন। সত্য হল যে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের পানি সম্পদের ওপর ইসরায়েলের পরিপূর্ণ দখলদারিত্ব রয়েছে, তারা ভাগ করা পাহাড়ি উৎস থেকে প্রায় ৮০-৮৫ শতাংশ নবায়নযোগ্য  পানি সংগ্রহ করে নিজ দখলে রাখে, যার ফলে ফিলিস্তিনিদের জন্য একটি নগণ্য অংশ বাকি।"নেতানিয়াহুর মিথ্যা দাবির বিপরীতে আসল সত্য হল, ইসরায়েলিরা যে পানি প্রচুর পরিমাণে পান করে তা ইসরায়েলি প্রযুক্তির ফসল নয়; এটি এমন পানি যা ফিলিস্তিনিদের কাছ থেকে দখল করা হয়েছে।

পানির অবস্থান

"আবদুল্লাহ গাঞ্জি", একজন রাজনৈতিক কর্মী এবং সামাজিক নেটওয়ার্ক ইউজার, বিশ্বে ইসরায়েলি পানি নীতির  বিষয়ে লিখেছেন, নেতানিয়াহু ইরানীদের পানি সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে পানি সংকটে ইসরায়েলের অবস্থান নবম এবং ইরানের অবস্থান ১৪তম। এর অর্থ হল ইহুদিবাদীদের অবস্থান ইরানের চেয়ে পাঁচ ধাপ খারাপ।


গাজার মানুষ

"মিলাদ ফারদ", সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর একজন ইরানি ইউজার ইহুদিবাদী সরকারের আক্রমণে সৃষ্ট গাজার জনগণের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন: তারা পানি কেটে দিয়েছে, যাতে তৃষ্ণা আকাশের জন্য অজুহাত হয়ে ওঠে। গাজায়, তারা রুটি এবং পানির সরবরাহ কেটে দিয়েছে, যাতে ক্ষুধা ও তৃষ্ণা বিস্মৃতির ভাষা হয়ে ওঠে... মায়েরা এখনও ধ্বংসস্তূপের মধ্যে অনুতাপ ও অস্থিরতা নিয়ে তাদের সন্তানদের সন্ধান করেন।

 পুনঃপরিকল্পনা

"অ্যাডাম" নামধারী এক্স সোশ্যাল মিডিয়া কর্মী নেতানিয়াহুর পদক্ষেপকে পরিকল্পনার পুনরাবৃত্তি বলে মনে করেন। তিনি লিখেছেন: "অসাধারণ বিষয় হলো, নেতানিয়াহু দ্বিতীয়বারের মতো এই মনস্তাত্ত্বিক অভিযানটি পরিচালনা করছেন যা অতীতেও করেছেন, অতীতের দৃশ্যের পুনরাবৃত্তি! ৮ বছর আগের কথা দিয়ে একজন সরল ও স্বল্প স্মৃতিসম্পন্ন দর্শককে ধোঁকা দেয়া যায়! অবশ্যই, পানি একটি অজুহাত, এবং এই একই খেলার পুনরাবৃত্তির লক্ষ্য হলো ইরানের রাস্তায় বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির উস্কানি- ১২ দিনের যুদ্ধে তিনি যা অর্জন করতে পারেননি!"

ফিলিস্তিনিদের কাছ থেকে চুরি

রাজনৈতিক কর্মী ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ফুয়াদ ইজাদি ফিলিস্তিনি পানি-সম্পদ চুরির বিষয়টি তুলে ধরেছেন, যা ইহুদিবাদী সংবাদপত্র হারেৎজে উল্লেখ করা হয়েছিল। তিনি টুইট করে ইহুদিবাদী সংবাদপত্র হারেৎজের শিরোনাম প্রকাশ করেন, যেখানে বলা হয়, "ফিলিস্তিনিদের কাছ থেকে চুরি করা পানি সম্পর্কে ইসরায়েল সত্য বলতে অক্ষম," এবং লিখেছেন: "নেতানিয়াহু বলেছেন যে ইরানের সরকার উৎখাত হলে ইসরায়েল ইরানের পানি সমস্যা সমাধান করবে। শিশু হত্যাকারী এই নোংরা লোকটি বছরের পর বছর ধরে ফিলিস্তিনি ভূমি থেকে পানি চুরি করে ইহুদিবাদীদের পানি সরবরাহ করে আসছে।"#

পার্স টুডে/এমএএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।