এপ্রিল ২০, ২০২৩ ১২:০৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২০ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • গুজব, নাকি পর্দার আড়ালে তৎপরতা?-মানবজমিন
  • কিয়েভের আকাশে আলোর ঝলকানি নিয়ে বিভ্রান্তি–ইত্তেফাক
  • নিয়ম ভাঙলে পদ্মা সেতুতে বাইক চলাচল আবারো নিষিদ্ধ হতে পারে : কাদের-নয়া দিগন্ত
  • বাংলাদেশ ব্যাংকের রিাজার্ভ চুরি: ফিলিপাইনের আরসিবিসির ম্যানেজারের সাজা বহাল- বাংলাদেশ প্রতিদিন
  • ঈদ বোনাস হয়নি অর্ধেক শিল্প-কারখানায়-কালের কণ্ঠ
  • বঙ্গবাজার ট্র্যাজেডি ব্যবসায়ীরা সম্মত হলে ঈদের পর নতুন নকশায় ভবন-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • ভোটের আগে মাস্টারস্ট্রোক মমতার! -সংবাদ প্রতিদিন
  • ‘মোদী’ অবমাননা মামলায় দোষী সাব্যস্ত রাহুলকে ছাড় নয়!- আনন্দবাজার
  • আত্মঘাতী পূর্বস্থলীর পরিযায়ী শ্রমিক-গণশক্তি

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

 

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

গুজব, নাকি পর্দার আড়ালে তৎপরতা?-মানবজমিন

বাংলাদেশের রাজনীতি

কূটনীতিমুখী রাজনীতি। ওয়াশিংটনে মোমেন-ব্লিনকেন বৈঠক।  চীনের বিশেষ দূতের অনেকটা গোপনে ঢাকা সফর। যদিও এর প্রধান এজেন্ডা সম্ভবত রোহিঙ্গা। ঢাকায় মার্কিন দূতের সঙ্গে বিএনপি’র উচ্চ পর্যায়ের  প্রতিনিধিদলের বৈঠক। অবাধ, সুষ্ঠু এবং অহিংস। এ তিনটি শব্দই মুখ্য আলোচ্য। বৈঠকের পরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ। এইসব ঘটনা রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে বিপুল কৌতূহল। পর্দার আড়ালে কি কিছু হচ্ছে?  টেবিলে কি কোনো প্রস্তাব আছে।

কোনো সূত্রই নিশ্চিত করে কিছু বলছে না।

তবে হাওয়ায় ভাসছে একটি আলোচনা। ভোটের সময় কি প্রেসিডেন্টকে বিশেষ কোনো ভূমিকায় দেখা যেতে পারে? এ নিয়েই কি চলছে সমঝোতার চেষ্টা। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন প্রকাশ্যেই বলেছেন, সব দলকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে সরকার। একটি বিষয় এরইমধ্যে খোলাসা হয়েছে, অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে তা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণযোগ্য হবে না। এ বার্তা দেয়াও হয়েছে। এ পরিস্থিতিতে নির্বাচনকালীন সময়ে প্রেসিডেন্টের বিশেষ ভূমিকা কি বিএনপিকে নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ করবে? দলটির সূত্রগুলো এ ব্যাপারে অবশ্য ইতিবাচক কোনো মন্তব্য করছে না। বিএনপি’র এক নেতা এ প্রসঙ্গে বলেন, নির্বাচনকালীন সরকারে প্রেসিডেন্টের বিশেষ ভূমিকা অবাধ নির্বাচনের পথ খুলবে না। এতে পরিস্থিতিরও কোনো পরিবর্তন হবে না। প্রসঙ্গত, নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন সম্প্রতি বলেছেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।

ওদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানবজমিনকে জানিয়েছেন দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই তিনি ফিরোজায় যান। মঙ্গলবার তিনি মানবজমিনকে বলেন, ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই সাক্ষাৎ করেছি। অনেকদিন ম্যাডামের সঙ্গে দেখা করতে পারিনি। এজন্যই হঠাৎ করে দেখতে যাওয়া। তার খোঁজখবর নিয়েছি।

বঙ্গবাজার ট্র্যাজেডি ব্যবসায়ীরা সম্মত হলে ঈদের পর নতুন নকশায় ভবন-যুগান্তর

ছয় বছর আগের পরিকল্পনা অনুযায়ী বঙ্গবাজারে ১০ তলা মার্কেট নির্মাণ করার চিন্তা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি। এর অংশ হিসাবে ঈদের পর দোকান মালিক এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। ওই বৈঠক থেকে নতুন করে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বঙ্গবাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১৭ সালে বঙ্গবাজারে ঝুঁকিপূর্ণ টিনের ভবনগুলো ভেঙে স্টিলের অবকাঠামো দিয়ে ১০ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নকশা প্রণয়নের পাশাপাশি স্টিলের ভবন তৈরির জন্য ঠিকাদারও নিয়োগ করা হয়। কিন্তু দোকান মালিক সমিতির নেতাদের রিট মামলার কারণে নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি। এমনকি দরপত্র আহ্বানের পর ঠিকাদারকে কার্যাদেশ দেওয়ার পরও তা পরে বাতিল করা হয়। যুগান্তররের তথ্য বলছে, বঙ্গবাজার ব্যবসায়ী নেতারা মৌখিকভাবে রিট তুলে নিতে সম্মত হয়েছেন। তারা রিট তুলে নিলেই মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আর সে লক্ষ্যে ঈদের পরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এ ব্যাপারে বুধবার বঙ্গবাজার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম যুগান্তরকে বলেন, অগ্নিকাণ্ডের পর থেকেই ভবন নির্মাণের বিষয়ে মেয়র কথা বলে আসছিলেন। প্রধানমন্ত্রীও চান এখানে বহুতল ভবন নির্মাণ হোক। ব্যবসায়ীদের স্বার্থেই আমরা তিনটা রিট করেছিলাম। এখন আমরা বলেছি, ঈদের পর রিট তুলে নেব। রিট তুলে নেওয়ার পর আলোচনা সাপেক্ষে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ভবন নির্মাণকাজ শুরু হলে ব্যবসায়ীদের অস্থায়ীভাবে কোথায় বসানো হবে, সে বিষয়েও আলোচনা প্রয়োজন।

দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা : ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুশ্চিন্তা যেন কাটছেই না। বৈশাখের তপ্ত রোদে একদিকে চৌকিতে দোকান নিয়ে বসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। অন্যদিকে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলে তারা কোথায় বসবেন, কী করবেন এ নিয়ে উৎকণ্ঠায় আছেন। ব্যবসায়ীরা বলছেন, ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলে কমপক্ষে তিন বছর সময় লাগবে নির্মাণকাজ শেষ করতে। এরও বেশি সময় লাগতে পারে। এই সময়ে তারা কোথায় যাবেন, কীভাবে ব্যবসা করবেন এ নিয়ে উৎকণ্ঠা পিছু ছাড়ছে না।

ঈদ বোনাস হয়নি অর্ধেক শিল্প-কারখানায়-কালের কণ্ঠ

সরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হচ্ছে আজ বুধবার থেকে। তবে বেসরকারি প্রতিষ্ঠান, গার্মেন্ট খাতসহ শিল্প-কারখানা খোলা আছে আরো দুই দিন। অথচ মাত্র দুই দিন সময় থাকলেও এখনো অর্ধেক শিল্প-কারখানায় ঈদের বোনাস হয়নি। তবে শিল্পমালিকরা বলছেন, বাকি যে দুটি দিন রয়েছে তার মধ্যেই প্রায় শতভাগ কারখানায় ঈদ বোনাস হয়ে যাবে। আর মার্চ মাসের বেতন প্রায় বেশির ভাগ কারখানায়ই দেওয়া হয়ে গেছে।

এদিকে গার্মেন্ট খাতের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোতে এবার বেতন-বোনাস নিয়ে তেমন কোনো সংকট না থাকলেও এই দুই সংগঠনের সদস্যভুক্ত নয়, এমন প্রায় ৫০০ ছোট-মাঝারি গার্মেন্ট কারখানায় বেতন ও বোনাস উভয়ই দেওয়া নিয়ে সংকট রয়েছে। এসব কারখানার কোনোটি বড় কারখানার পোশাক সাব-কন্ট্রাকটিংয়ে কাজ করে, কোনো কারখানা ভারতীয় প্রতিষ্ঠানের পোশাক তৈরি করে, আবার কোনো কারখানা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অর্ডারের ভিত্তিতে পোশাক তৈরি করে।

মতামত যে কারণে সুদানে আজ রক্তক্ষয়ী সংঘাত-প্রথম আলো

সুদানের রাজধানী খার্তুমে গত শনিবার থেকে যে লড়াই শুরু হয়েছে, সেটি দেশটির ৭০ লাখ মানুষকে নানামুখী সংঘাতপূর্ণ বাস্তবতার মুখে ঠেলে দিয়েছে। জনাকীর্ণ নগরগুলো এখন মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে। বিশেষ করে ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়া স্বাস্থ্যব্যবস্থা একেবারে স্থবির হয়ে পড়ার অবস্থায় চলে গেছে; পানি ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বাইরে থেকে খাদ্যপণ্য শহরে ঢোকা উত্তরোত্তর কঠিন হয়ে পড়ছে।

সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের ক্ষমতাকালের শেষ কয়েক বছরে সুদানে যে বিভক্তি বাড়ছিল, ২০১৯ সালে তাঁর পতনের পর তা অধিকতর বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। আজকের এই অবস্থা সেই বিশৃঙ্খলারই পরিণতি।

স্বাধীনতা লাভের পর থেকেই সুদান কয়েক দফা বিদ্রোহ ও গৃহযুদ্ধের মুখে পড়েছে। রাজনৈতিক মেরুকরণের কারণে সেখানে সংঘাত-সংঘর্ষ এবং আদিবাসী ও উপজাতীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিবাদ বেড়েছে। সম্পদের দখল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা–মারামারি সামরিক সংঘাতে রূপ নিয়েছে এবং সেটি পুরোনো গোষ্ঠী দ্বন্দ্বকে চাগিয়ে তুলেছে।

ইতিমধ্যেই খার্তুমের মিত্রবাহিনী হিসেবে কাজ করা মিলিশিয়ারা সারা দেশে ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রের সামরিক ব্যবস্থার এই অসংগতি দেশটিতে তথাকথিত র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের একটি ভয়ংকর দানবের জন্ম দিয়েছে। আরএসএফ নামের এই আধা সামরিক বাহিনী এখন গদি দখলে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

মানহানির মামলায় আদালতে বিরাট ধাক্কা রাহুলের, কমল না শাস্তি, ফিরছে না সাংসদ পদ-আনন্দবাজার পত্রিকা/সংবাদ প্রতিদিন

রাহুল গান্ধী

সুরাত দায়রা আদালতের রায়ে লোকসভার সাংসদ পদ ফিরে পাওয়ার আশায় আপাতত ইতি হল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। ২৩ মার্চ গুজরাতের সুরত ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে ‘অপরাধমূলক মানহানির’ মামলায় দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছিল, অতিরিক্ত দায়রা বিচারক আরপি মোগেরা বৃহস্পতিবার তার উপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ করেছে। এর ফলে আপাতত কেরলের ওয়েনাড়ের সাংসদ পদ ফিরে পাচ্ছেন না রাহুল। সংশয় তৈরি হয়েছে ২০২৪ সালের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা নিয়েও।

সুরাট আদালতের ম্যাজিস্ট্রেটের সেই সিদ্ধান্তের জেরে একদিন পরেই সাংসদ পদ খোয়াতে হয় প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতিকে। যদিও সাজা শোনানোর পরই রাহুলকে ৩০ দিনের জন্য শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, এই ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করারও সুযোগ পাবেন তিনি। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুরাটের নগর-দায়রা আদালতে মামলা করেছিলেন রাহুল।

গত ১৩ এপ্রিল সেই মামলার শুনানি হয় নগর-দায়রা আদালতে। শুনানিতে রাহুলের দাবি ছিল, তাঁর রাজনৈতিক পরিচয়ে প্রভাবিত হয়ে অতিরিক্ত শাস্তি দিয়েছে নিম্ন আদালত। বিচারক পি মোগেরা যিনি কিনা একসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আইনজীবী হিসাবেও কাজ করেছেন, সেদিন মামলার রায়দান স্থগিত রাখেন। বৃহস্পতিবার মামলার রায়ে রাহুল স্বস্তি পেলেন না। তাঁর শাস্তি খারিজ হওয়া বা কমা কোনওটাই হল না। যার অর্থ এখনই সাংসদ পদ ফেরত পাচ্ছেন না তিনি। যদিও আরও উচ্চতর আদালতে আবেদন করতে পারবেন কংগ্রেস সাংসদ।

ভোটের আগে মাস্টারস্ট্রোক মমতার! সংবাদ প্রতিদিন

মমতা বন্দোপাধ্যায়

সরকারি স্বাস্থ‌্য প্রকল্পের আওতায় আনা হচ্ছে পঞ্চায়েতের (Panchayet) কর্মীদেরও। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় নবান্ন থেকে এই ঘোষণা করেছেন। জানিয়েছেন, “পঞ্চায়েতরাজ কর্মচারীদের হেলথ স্কিমে অন্তর্ভুক্ত করার জন্য ফেডারেশনের তরফে আমাদের কাছে অনুরোধ এসেছিল। জেলা পরিষদ, মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে এদের ৩০ হাজার কর্মী আছেন। পেনশন প্রাপক আছেন ২০ হাজার। ফেডারেশনের অনুরোধ মেনে আমরা এই ৫০ হাজার মানুষকে স্বাস্থ‌্য প্রকল্পের অন্তর্ভুক্ত করে দিলাম।”

সরকারের সিদ্ধান্তে পঞ্চায়েত কর্মীদের মুখে হাসি ফুটেছে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পদধ্বনি শোনা যাচ্ছে। তীব্র দাবদাহে পুড়ছে রাজ‌্য। এই পরিস্থিতিতে পঞ্চায়েত কর্মীদের সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় এনে মানবিক সিদ্ধান্ত নিলেন মুখ‌্যমন্ত্রী। এই ঘোষণায় খুশি শাসকদল তৃণমূলও। অনেকদিন ধরেই স্বাস্থ‌্য প্রকল্পের আওতায় আনার অনুরোধ জানিয়ে আসছে তৃণমূল নিয়ন্ত্রিত কর্মচারী ফেডারেশন।খুশি ফেডারেশনের নেতা তথা রাজ্য়ের মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি জানান, “এর আগের কোনও সরকার এই কর্মীদের নিয়ে ভাবেনি। মুখ‌্যমন্ত্রীকে শতকোটি প্রণাম।

এনডিটিভি অনলাইনের খবরে লেখা হয়েছে, ভারতের উত্তর প্রদেশে আততায়ীর গুলিতে নিহত সাবেক সংসদ সদস্য আতিক আহমেদের কবরে জাতীয় পতাকা দেওয়ার অভিযোগে কংগ্রেসের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম রাজকুমার সিং। গতকাল বুধবার রাজ্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকালই তাঁকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করে কংগ্রেস।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০

ট্যাগ