গাজার আল-আহলি হাসপাতালে ইসরাইলের নিষ্ঠুরতম বোমা হামলা
ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যায় বিশ্বব্যাপী নিন্দার ঝড়
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৮ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ১৫ ঘণ্টায় ঢাকায় দুই শতাধিক নেতা–কর্মীকে আটক, অভিযোগ বিএনপির-প্রথম আলো
- লড়াই অব্যাহত থাকবে’, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের-ইত্তেফাক
- ‘হামাসের সঙ্গে মাটির ওপরে যুদ্ধ করে ইসরাইল জিততে পারবে না’-যুগান্তর
- ‘প্রস্তুত হও’ পোস্টারে আতঙ্ক, পুলিশ বলছে বিজ্ঞাপন-কালের কণ্ঠ
- যুদ্ধ বন্ধ করুন, বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ডেইলি স্টার বাংলা
- বাংলাদেশের জনগণের পছন্দের নেতা নির্বাচনের সুযোগ চায় যুক্তরাষ্ট্র–মানবজমিন
কোলকাতার শিরোনাম:
- ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ শুনতে হবে, কুন্তলের মামলায় নির্দেশ হাই কোর্টের-আনন্দবাজার পত্রিকা
- বাইডেনের সাথে বৈঠক বাতিল করলেন তিন দেশের রাষ্ট্রপ্রধান-গণশক্তি
- উত্তর প্রদেশের গাজিয়াবাদে সৎ ছেলেকে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখল মা-আজকাল
শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
ফিলিস্তেনের গাজা উপত্যকায় আল-আহলি হাসপাতালে ইসরাইলি বর্বর সেনাদের বোমা হামলায় ৭ শতাধিক ফিলিস্তিনী শহীদ হয়েছেন। ফিলিস্তিনিদের ওপর নির্বিচার গণহত্যা চালিয়ে যাচ্ছে। সেখানে চলছে শোকের মাতম। বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায় আজকের প্রধান খবর এটি। এ সম্পর্কে প্রথম আলোর শিরোনাম- হাসপাতালে হামলার প্রতিবাদে পশ্চিম তীরে বিক্ষোভ। ইত্তেফাক লিখেছে, গাজার হাসপাতালে ইসরাইলি হামলার কঠোর নিন্দা জানিয়ে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুগান্তরের খবরে লেখা হয়েছে, ‘হামাসের সঙ্গে মাটির ওপরে যুদ্ধ করে ইসরাইল জিততে পারবে না। ডেইলি স্টার বাংলার খবরে লেখা হয়েছে, বিশ্ব নেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম আলোর খবরে লেখা হয়েছে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত ১৫ ঘণ্টায় দুই শতাধিক নেতা–কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। আটক নেতা-কর্মীদের বেশির ভাগই বিভিন্ন জেলা থেকে রাজধানীতে এসেছিলেন। আজ বুধবার বেলা একটার দিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর কাকরাইল, ফকিরাপুল, মালিবাগ ও ঢাকার প্রবেশপথ থেকে এসব নেতা-কর্মীকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতা-কর্মীদের আটক করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আর ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির জনসমাবেশ হয়েছে। সেখানে নেতা-কর্মীদের ঢল নেমেছিল।
মানবজমিনের খবরে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্র মনে করে নির্বাচন শুধু ভোটের দিনের বিষয় নয়, বরং এটি একটি সর্বজনীন গণতান্ত্রিক প্রক্রিয়া। যেখানে নাগরিক সমাজ, গণমাধ্যম এবং নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত স্টেকহোল্ডাররা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধে অংশগ্রহণের সুযোগ পাবে। মোদ্দাকথা ভোটের এমন পরিবেশ নিশ্চিত হবে যেখানে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের নেতা নির্বাচন করতে সক্ষম হবে।মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার একথা বলেছেন।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত
বাইডেনের সাথে বৈঠক বাতিল করলেন তিন দেশের রাষ্ট্রপ্রধান-গণশক্তি
গাজার হাসপাতালে ইজরায়েলের নারকীয় হামলার পর মিশর, জর্ডান এবং প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের সাথে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের যেই বৈঠক হওয়ার কথা ছিল তা বাতিল হয়েছে। এদিকে যখন জাতিসংঘ এবং বিশ্বের মুসলিম দেশগুলো প্রায় সবাই হাসপাতালে ইসরাইলের বর্বরতম হামলার নিন্দা জানিয়েছে ঠিক তখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলে পা রেখে বললেন, ‘আজ আমি এখানে উপস্থিত হয়েছি এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করার জন্য।’ফিলিস্তিনে ইসরাইলি হামলাকে সমর্থন জানাতে।
খবরটিতে আরও লেখা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে ইজরায়েলকে দীর্ঘদিন ধরে মদত দিয়ে আসছে ফিলিস্তিনের ওপর নিজেদের দখলদারি শক্ত করার জন্য তা অজানা নয়। অন্যদিকে বাইডেনের অবস্থা অনেক দিন আগেই স্পষ্ট হয়ে গিয়েছে গোটা বিশ্বের কাছে নয় ছোট্ট গাজাকে ইজরায়েল যাতে গুঁড়িয়ে দিতে পারে তার জন্য অস্ত্র, বোমা, গুলি, বারুদ দিয়ে লাগাতার সাহায্য করে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁকে নির্যাতন করছেন বলে অভিযোগ করেছিলেন নিয়োগ মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ। কলকাতা হাই কোর্ট নির্দেশ দিল, তাঁর সেই অভিযোগ খতিয়ে দেখতে হবে। এ ব্যাপারে সিঙ্গল বেঞ্চকেই দায়িত্ব দিয়েছে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। যে সিঙ্গল বেঞ্চ এর আগে বলেছিল, এ বিষয়ে তদন্ত চালানোর প্রয়োজন নেই।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৮