ইরান-তুরস্ক:
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ওপর তুরস্কের গুরুত্বারোপ
তুরস্ক ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ওপর গুরুত্বারোপ করেছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মৌলুদ চাভুসুগ্লু আজ তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। চাভুচুগ্লু ইরানের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং হরমুজগানে ভুমিকম্পে ক্ষতিগ্রস্তদের স্বজনদের উদ্দেশে শোক ও সমবেদনা জানান। তিনি বলেন: তুরস্ক সবসময় ইরানে পাশে রয়েছে।
তেহরান-আঙ্কারার মধ্যে সহযোগিতা বিষয়ক উচ্চ পরিষদের সপ্তম বৈঠকের অবকাশে দু'দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে চুক্তি সইয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে ইরাক,আফগানিস্তান ও ইয়েমেন পরিস্থিতি নিয়েও তাঁরা আলোচনা করেন। আফগানিস্তান সংকট নিরসনে ইরানের সঙ্গে সহযোগিতার ব্যাপারেও তুরস্কের প্রস্তুতির কথা জানান চাভুচুগ্লু। আমির আব্দুল্লাহিয়ান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর চাভুচুগ্লু আজই প্রথম ইরান সফর করেন।
যৌথ সংবাদ সম্মেলন শেষে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে চাভুচুগ্লু সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।#
পার্সটুডে/এনএম/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।