ইরাকে নিরাপত্তা পাওয়ার স্বপ্ন মার্কিন সেনাদের কখনো পূরণ হবে না
https://parstoday.ir/bn/news/west_asia-i101874
ইরাকের রেজিস্ট্যান্স কো-অর্ডিনেশন কমিশন বা আইআরসিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরাকের মাটিতে নিরাপত্তা পাওয়ার ব্যাপারে আমেরিকা যে স্বপ্ন দেখছে তা কখনো সত্য হবে না।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২১ ১৩:৩০ Asia/Dhaka
  • ইরাকি প্রতিরোধকামী সংগঠন পপুলার মোবলাইজেশন ইউনিটের যোদ্ধাদের  সশস্ত্র বিক্ষোভ
    ইরাকি প্রতিরোধকামী সংগঠন পপুলার মোবলাইজেশন ইউনিটের যোদ্ধাদের সশস্ত্র বিক্ষোভ

ইরাকের রেজিস্ট্যান্স কো-অর্ডিনেশন কমিশন বা আইআরসিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরাকের মাটিতে নিরাপত্তা পাওয়ার ব্যাপারে আমেরিকা যে স্বপ্ন দেখছে তা কখনো সত্য হবে না।

সংগঠনটি বলেছে, ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে আমেরিকা মোটেই আন্তরিক নয়। তারা ইরাকের মাটিতে সেনা মোতায়েন রেখে দখলদারিত্ব বজায় রাখতে চায়। অথচ এ ব্যাপারে ইরাকের জনগণ এবং জাতীয় সংসদের পক্ষ থেকে সুস্পষ্ট দাবি রয়েছে

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ হন জেনারেল সোলাইমানি ও আল-মহান্দিস

২০২০ সালের ৫ জানুয়ারি ইরাকের জাতীয় সংসদে একটি বিল পাস হয় যাতে দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য ইরাক সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছেআইআরসিসি মূলত এই বিলের প্রতি ইঙ্গিত করেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনারা হত্যা করার দুইদিন পর ইরাকের জাতীয় সংসদে বিল পাস হয়। মার্কিন সেনাদের হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন#

পার্সটুডে/এসআইবি/৩০