সৌদি ভাড়াটেদের বিশাল অভিযান ভণ্ডুল করল ইয়েমেনি যোদ্ধারা
(last modified Sun, 23 Jan 2022 08:40:50 GMT )
জানুয়ারি ২৩, ২০২২ ১৪:৪০ Asia/Dhaka
  • সৌদি জোটের বিরুদ্ধে লড়ছে ইয়েমেনি যোদ্ধারা
    সৌদি জোটের বিরুদ্ধে লড়ছে ইয়েমেনি যোদ্ধারা

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে আগ্রাসী সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের বড় কয়েকটি অভিযান ভন্ডুল করে দিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।

গতকাল (শনিবার) কয়েকটি টুইটার পোস্টে জেনারেল সারি বলেন, গত ২৪ ঘন্টায় সৌদি ভাড়াটেদের বেশ কয়েকটি বড় অভিযান ব্যর্থ করে দেয়া হয়েছে। এসব অভিযানের সময় তাদেরকে সৌদি বিমানগুলো সমর্থন দেয়।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি 

ইয়েমেনি সেনা মুখপাত্র জানান, ভাড়াটে সন্ত্রাসীদের একটি সমাবেশে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হলে অন্তত ১২০ জন সন্ত্রাসী নিহত হয়। ইয়েমেনি সেনাদের হামলায় সৌদি সমর্থিত আব্দ রাব্বু মানসুর হাদিপন্থি বাহিনীর বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামাদি ধ্বংস হয়েছে বলেও জানান জেনারেল সারি। কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তার সামান্য বর্ণনা দিয়ে তিনি বলেন, ইয়েমেনি সেনাদের পাল্টা হামলায় শত্রু পক্ষের ১২টি সাঁজোয়াযান ধ্বংস হয়েছে।

প্রবল শক্তি নিয়ে ঘুরে দাঁড়িয়েছে ইয়েমেনি সেনারা

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব এবং তার মিত্র কয়েকটি দেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। এতে ইয়েমেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবে যেসব লক্ষ্য নিয়ে সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনে সামরিক অভিযান শুরু করেছিল তার একটিও অর্জিত হয় নি বরং দিন দিন ইয়েমেনের যোদ্ধারা প্রবল শক্তি নিয়ে ঘুরে দাঁড়িয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৩

ট্যাগ