ফিলিস্তিনিদের মহড়ার পর গাজা সীমান্তে ইসরাইলি মহড়া
(last modified Mon, 07 Feb 2022 12:58:10 GMT )
ফেব্রুয়ারি ০৭, ২০২২ ১৮:৫৮ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের মহড়ার পর গাজা সীমান্তে ইসরাইলি মহড়া

গাজা সীমান্তে হঠাৎ করেই সামরিক মহড়া শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সাম্প্রতিক যৌথ মহড়ার পর এই মহড়ার আয়োজন করা হলো।

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার পর ইহুদিবাদীদের উদ্বেগ আরও বেড়েছে। ফিলিস্তিনি সংগঠনগুলোর ঐক্যবদ্ধ তৎপরতাকে বড় ধরণের হুমকি বলে মনে করছে তেল আবিব। ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র আজ (সোমবার) বলেছেন, দক্ষিণের সীমান্তে সেনাবাহিনীর প্রস্তুতি পরখ করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। জরুরি মুহূর্তে তারা যাতে দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেজন্যও সেনাবাহিনীকে প্রস্তুত করা হচ্ছে।  

 দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত গত সপ্তাহে দক্ষিণ সীমান্তে লেজার নিয়ন্ত্রিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কথা জানিয়েছেন। হামাসের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।

ফিলিস্তিনের হামাসসহ বিভিন্ন প্রতিরোধ সংগঠন এবং লেবাননের হিজবুল্লাহর শক্তি বৃদ্ধিতে ইহুদিবাদী ইসরাইলি নেতাদের উদ্বেগ প্রকাশের মধ্যেই দখলদারদের এই সামরিক মহড়ার খবর জানা গেল।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ