ইসরাইলি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে লড়াই করল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
(last modified Wed, 09 Feb 2022 06:16:45 GMT )
ফেব্রুয়ারি ০৯, ২০২২ ১২:১৬ Asia/Dhaka
  • ইসরাইলি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে লড়াই করল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

সিরিয়ার স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল আজ (বুধবার) সকালে জানিয়েছে, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মধ্য আকাশে ধ্বংস করে দিতে সক্ষম হয়। ইহুদিবাদীদের হামলায় সিরিয়ার কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে গিয়ে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র অধিকৃত গোলান মালভূমির আকাশে ঢুকে পড়ে এবং সেখানে বিস্ফোরিত হয়। তখন ইসরাইল-অধিকৃত গোলান এলাকায় সাইরেন বাজানো হয়।

ইহুদিবাদী ইসরাইল প্রায়ই সিরিয়ার ওপর এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে। বিদেশি মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো ২০১১ সাল থেকে সিরিয়ায় যে সহিংসতা শুরু করে ইরান, রাশিয়া এবং হিজবুল্লার সহযোগিতায় বাশার আল-আসাদ সরকার তা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। এ অবস্থায় সন্ত্রাসীদের মনোবল এখনো চাঙ্গা রাখার চেষ্টা করছে ইহুদিবাদী ইসরাইল। এর অংশ হিসেবে তারা সিরিয়ার ওপর মাঝেমধ্যেই হামলা চালাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/এআর/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ