সেনা মুখপাত্রের ঘোষণা
সৌদি হামলায় সাধারণ ইয়েমেনিদের হত্যা বিনা জবাবে পার পাবে না
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়ার সারি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বেসামরিক ইয়েমেনি নাগরিকদের হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না।
গতকাল (সোমবার) রাজধানী সানায় সৌদি জোট বিমান হামলার মাধ্যমে টেলিযোগাযোগ ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়ার পর তিনি একথা বললেন।
জেনারেল সারি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী এবং হুথি যোদ্ধারা বেসামরিক ভবন ও স্থাপনাগুলোকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে সৌদি জোট যে অভিযোগ করছে তা ভিত্তিহীন বরং তারা ইয়েমেনের ওপর তাদের আগ্রাসন অব্যাহত রাখার বৈধতা দেয়ার জন্য এই দাবি তোলা হয়েছে।

তিনি সৌদির জোটের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া বলে উল্লেখ করেন। গতকাল শেষ বেলায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে জেনারেল সারি একথা বলেন।
তিনি আরো বলেন, বেসামরিক স্থাপনা এবং মন্ত্রণালয়ে ওপর সৌদি জোটের হামলা কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না। পাশাপাশি তারা তাদের অপরাধের শাস্তি থেকেও পার পাবে না।#
পার্সটুডে/এসআইবি/১৫