সৌদি জোটের আরো একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন
(last modified Mon, 28 Feb 2022 11:27:51 GMT )
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১৭:২৭ Asia/Dhaka
  • ভূপাতিত স্ক্যান ঈগল ড্রোন
    ভূপাতিত স্ক্যান ঈগল ড্রোন

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আরো একটি স্ক্যান ঈগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হাজ্জা প্রদেশে গতকাল সোমবার ড্রোনটি ভূপাতিত করা হয়।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে জানিয়েছেন, হাজ্জা প্রদেশের হারাজ এলাকার আকাশে ড্রোনটি শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ইউনিটি ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে। এর আগে ইয়মেনের সামরিক বাহিনী বহু সংখ্যক স্ক্যান ঈগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং এই ড্রোন তৈরি করে থাকে

এদিকে, ইমেইলের মধ্যাঞ্চলীয় তেলসমৃদ্ধ মারিব প্রদেশে হুথি আনসারুল্লাহ যোদ্ধারা এবং তাদের অনুগত সামরিক বাহিনী সৌদি মদদপুষ্ট ভাড়াটে গেরিলাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে

ইয়েমেনের বার্তা সংস্থা সাবা জানিয়েছে, গত দুইদিন ধরে ওই প্রদেশ হুথি যোদ্ধারা সৌদি ভাড়াটে গেরিলাদের বিরুদ্ধে তুমুল সংঘর্ষে লিপ্ত রয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে গতকাল হুথি যোদ্ধারা বালাক পার্বত্য এলাকা এবং আল-ফালিহা এলাকায় সাফল্য পায়।#

পার্সটুডে/এসআইবি/২৮