লোহিত সাগরের মার্কিন টহল পরিকল্পনা যুদ্ধবিরতির সঙ্গে সাংঘর্ষিক
(last modified Sat, 16 Apr 2022 13:10:44 GMT )
এপ্রিল ১৬, ২০২২ ১৯:১০ Asia/Dhaka
  • আবদুস সালাম
    আবদুস সালাম

লোহিত সাগরে মার্কিন নৌ বাহিনী টহল দেয়ার যে পরিকল্পনা কথা জানিয়েছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, ইয়েমেন-যুদ্ধ দীর্ঘায়িত করা এবং সানার ওপর বর্বর অবরোধ অব্যাহত রাখার পরিকল্পনা থেকে আমেরিকা এই উদ্যোগ নিতে যাচ্ছে।

গতকাল শুক্রবার এক টুইটার পোস্টে আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র এবং সানা সরকারের প্রধান আলোচক মুহাম্মাদ আব্দুস সালাম এসব কথা বলেছেন।

চলতি সপ্তাহের প্রথম দিকে মার্কিন নৌবাহিনী ঘোষণা করেছিল যে, তারা লোহিত সাগরে একটি টহল দেয়ার জন্য আন্তর্জাতিক একটি টাস্কফোর্স গঠন করবে। লোহিত সাগর হচ্ছে আন্তর্জাতিক পণ্যবাহী কার্গো ও তেল পরিবহনের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ রুট।

আব্দুস সালাম বলেন লোহিত সাগরে তাদের এই টহল পরিকল্পনা ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সঙ্গে সাংঘর্ষিক। আমেরিকার দাবি করছে তারা যুদ্ধবিরতিকে সমর্থন করে কিন্তু তাদের এই উদ্যোগ যুদ্ধ দীর্ঘায়িত করা এবং ইয়েমেনের ওপর অবরোধ অব্যাহত রাখার পরিকল্পনারই নামান্তর।#

পার্সটুডে/এসআইবি/১৬