আরো ঝুঁকির মুখে ইসরাইলের বর্তমান সরকার
(last modified Mon, 18 Apr 2022 06:51:12 GMT )
এপ্রিল ১৮, ২০২২ ১২:৫১ Asia/Dhaka
  • পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর
    পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকারে নিজেদের সমর্থন স্থগিত করেছে ইউনাইটেড আরব লিস্ট পার্টি। 

পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরের আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাদের সাম্প্রতিক হামলা এবং দেড়শ'র বেশি ফিলিস্তিনি মুসল্লিকে আহত করার পর গতকাল (রোববার) ইউনাইটেড আরব লিস্ট এই পদক্ষেপ নেয়।

দলটি বলেছে, প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কোয়ালিশন সরকারে নিজেদের সমর্থন ও সংসদীয় তৎপরতা স্থগিত রাখছে। দলটি সতর্ক করে বলেছে আল- কুদসের জনগণের ওপর যদি ইসরাইল সরকার নিপীড়ন অব্যাহত রাখে তাহলে তারা এই জোট থেকে পদত্যাগ করবে।

আল-আকসা মাসজিদের ভেতরে ইসরাইলি সেনাদের হামলা

ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেটে মোট ১২০টি আসন রয়েছে এবং ৬০ আসন নিয়ে নাফতালি বেনেটের জোট সরকার ক্ষমতায় রয়েছে। জোট থেকে ইউনাইটেড আরব লিস্ট দল বেরিয়ে গেলে নাফতালি বেনেটের সরকার সংসদে তার অস্তিত্ব হারাবে এবং সরকার বাতিল হয়ে যাবে।

গত জুলাই মাসে এই দলটি বলেছিল, আল-আকসা মসজিদ সম্পূর্ণভাবে মুসলমানদের সম্পত্তি এবং সেখানে আর কারো কোনো অধিকার নেই।#

পার্সটুডে/এসআইবি/১৮

ট্যাগ