সরকার পতন ইসরাইলের দুর্বল কাঠামোর বহিঃপ্রকাশ: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i109568-সরকার_পতন_ইসরাইলের_দুর্বল_কাঠামোর_বহিঃপ্রকাশ_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, নাফতালি বেনেটের সরকারের পতন দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ কাঠামোর দুর্বলতার প্রতীক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২১, ২০২২ ১৯:২৩ Asia/Dhaka
  • ফাউজি বারহুম
    ফাউজি বারহুম

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, নাফতালি বেনেটের সরকারের পতন দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ কাঠামোর দুর্বলতার প্রতীক।

তিনি আজ (মঙ্গলবার) আরও বলেছেন, এই ঘটনা ফিলিস্তিনি জাতির প্রতিরোধ সংগ্রামের দৃঢ়তার বহিঃপ্রকাশ। ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে ইসরাইলিরা দিশেহারা হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

ইসরাইলের চ্যানেল-টুয়েলভ এর বিশ্লেষক অমনুন আব্রামুভিচ বলেছেন, বর্তমান নির্বাচন পদ্ধতিতে ইসরাইল কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে এগোচ্ছে।

২০২১ সালের জুন মাসে ইসরাইলে সর্বশেষ আট দলীয় জোট সরকার গঠিত হয়। এই জোটে নাফতালি বেনেটের উগ্র ডানপন্থী দল যেমন ছিল, তেমনি ছিল লাপিদের মধ্যপন্থি ইয়েশ আতিদ পার্টি। তাদের সঙ্গে সরকারের যোগ দিয়েছিল আরব ইসলামি পার্টি। মূলত দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঠেকাতে তারা এই জোট গঠন করেন।

গত প্রায় দুই মাস ধরে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার চালিয়ে আসছিলেন নাফতালি বেনেট। গতকাল দিনের প্রথমভাগে ইসরাইলের জাতীয় সংসদে সরকার আস্থা ভোটের মুখে পড়েন। সেখানে সরকার জিততে না পারার পর সংসদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেন বেনেট ও লাপিদ।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।