ইসরাইলে ফিলিস্তিনিদের পাল্টা হামলা: শোকে পরিণত ইসরাইলিদের উৎসব
(last modified Fri, 06 May 2022 12:53:52 GMT )
মে ০৬, ২০২২ ১৮:৫৩ Asia/Dhaka

সংগ্রামী ফিলিস্তিনিরা ইসরাইলের রাজধানী তেলআবিবের কাছে এলাদ শহরে ইসরাইল প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে আয়োজিত উৎসব অনুষ্ঠানে হামলা চালিয়ে তাদের আনন্দকে শোকে পরিণত করে দিয়েছে। এ ঘটনায় ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ফুটে উঠেছে বলে অনেকে মনে করছেন।

গত কয়েক সপ্তাহে এটি ছিল ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পঞ্চম দফা শাহাদাত পিয়াসি হামলা। ফিলিস্তিনিদের এ অভিযানে অন্তত তিন ইহুদিবাদী ইসরাইলি নিহত এবং ছয়জন আহত হয়েছে। ফিলিস্তিনিরা সাধারণ অস্ত্র দিয়েই এ অভিযান চালায়। কোনো কোনো সূত্র জানিয়েছে, চাকু, কুড়াল ও চাপাতি দিয়ে ফিলিস্তিনিরা ওই হামলা চালায় এবং পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ইসরাইলের নিরাপত্তা বাহিনী কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি এবং সন্দেহভাজনদের ধরতে অভিযান শুরু করেছে। এজন্য তারা সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে এবং আটক অভিযানে হেলিকপ্টার ব্যবহার করছে।

প্রকৃতপক্ষে, গত বৃহস্পতিবার আল আকসা মসজিদে ইহুদি অভিবাসীদের আগ্রাসন ও অপরাধযজ্ঞের জবাবে ফিলিস্তিনিরা পাল্টা এই হামলা চালিয়েছে। ইসরাইল প্রতিষ্ঠার ৭৪তম বার্ষিকী উপলক্ষে ইহুদিবাদীরা সেনাবাহিনীর সহায়তায় আল আকসা মসজিদে হামলা চালায় এবং এতে বেশ ক'জন ফিলিস্তিনি আহত হয়। দখলদার বাহিনী রবার বুলেটও ছুড়ে, লাঠি এবং কাঁদানে গ্যাস দিয়ে ফিলিস্তিনিদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। এ ছাড়া ইসরাইলের পুলিশের ছত্র ছায়ায় ইহুদি অভিবাসীরাও সংঘবদ্ধভাবে গত বৃহস্পতিবার আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছিল। ওই হামলার পর হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনসহ ফিলিস্তিনের অন্যান্য সংগ্রামী দলগুলো আল আকসায় হামলার পরিণতির ব্যাপারে ইসরাইলকে সতর্ক করে দিয়েছিল।

এর আগে সংগ্রামী ফিলিস্তিনিরা সতর্ক করে দিয়ে বলেছিল, আল আকসা মসজিদ হচ্ছে তাদের জন্য রেড লাইন। এ কারণে ধারণা করা হচ্ছে ইসরাইলি ওই হামলার জবাবেই ফিলিস্তিনিরা এ অভিযান চালিয়েছে। এদিকে, ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন জানিয়েছে, তেলআবিবের কাছে এলাদ শহরে ফিলিস্তিনিরা যে অভিযান চালিয়েছে তা ছিল আল আকসা মসজিদে ইসরাইলি হামলার পাল্টা হুমকির বাস্তবায়ন।

আরেকটি বিষয় হচ্ছে, তেলআবিবের কাছে এলাদ শহরে ফিলিস্তিনিদের সফল অভিযান থেকে ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ফুটে উঠেছে। কেননা দুই মাসেরও কম সময়ের মধ্যে ফিলিস্তিনিদের হামলায় ১৮ ইসরাইলি নিহত হয়েছে।  বিশ্ব কুদস দিবস উপলক্ষে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গত বৃহস্পতিবার এলাদ শহরে ফিলিস্তিনিদের হামলাকে অনেক বড় ঘটনা ও প্রতিরোধ সংগ্রামে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত উল্লেখ করে বলেছেন, 'এ থেকে ইসরাইলের দুর্বলতা ফুটে উঠেছে এবং এ ধরণের অভিযান আগামীতে ইসরাইলের জন্য আরো বিপদজনক হয়ে উঠবে। কেননা এ ধরনের অভিযানের জন্য বিশেষ কোনো ঘাটি বা দফতরের প্রয়োজন হয় না আবার স্পেশাল কোনো সুযোগ সুবিধারও দরকার হয় না'।

 পর্যবেক্ষকরা বলছেন, এলাদ শহরে ফিলিস্তিনিদের সফল অভিযান থেকে প্রমাণিত হয়েছে ইসরাইল হামলাকারীদেরকে প্রতিহত করতে পারেনি এমনকি কাউকে গ্রেফতারও করতে পারেনি। এমনকি তারা এটাও জানেনা যে কয়জন ফিলিস্তিনি এ অভিযানে অংশ নিয়েছিল। তবে ইসরাইল পাল্টা প্রতিশোধ হিসেবে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। #        

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ