মে ১৮, ২০২২ ১২:৫৯ Asia/Dhaka
  • মার্কিন যুদ্ধবিমান
    মার্কিন যুদ্ধবিমান

২০১৯ সালে সিরিয়ায় চালানো মার্কিন বিমান হামলায় অন্তত ৮০ জন বেসামরিক নাগরিত নিহত হলেও তার মধ্যে কোনো ভুল বা অপরাধ দেখতে পায় নি সেনা সদরদপ্তর পেন্টাগন। এ নিয়ে এক তদন্ত শেষে মার্কিন সরকার জানিয়েছে, ওই হামলার মধ্য দিয়ে কোনো ‘অপরাধ’ করে নি দেশটির সেনারা। তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে, মার্কিন নীতি অনুসরণ করেই চালানো হয়েছিল।  

গতকাল (মঙ্গলবার) পেন্টাগনের তরফ থেকে হামলার পক্ষে সাফাই গেয়ে এমন বিবৃতি দেয়া হয়। ২০১৯ সালের ১৮ মার্চ সিরিয়ার দেইর আজ-জাওয়ার প্রদেশের বাগুজ শহরে ওই হামলা চালানো হয়।

মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস নিজস্ব তদন্তের পর জানিয়েছিল, হামলায় অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে আছেন বহু নারী ও শিশু। কিন্তু পেন্টাগন বলছে, তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালায়। সেখানে বেসামরিক লোকজন আছেন তারা তা জানত না। গত বছর নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর তদন্ত শুরু করে পেন্টাগন।

পেন্টাগনকে প্রশ্ন করা হয়, এই বেসামরিক নাগরিকদের হতাহত করার জন্য কাউকে অভিযুক্ত করা হয়েছে কিনা। জবাবে পেন্টাগন জানায়, তদন্তে নির্দিষ্ট কাউকে অভিযুক্ত করা হয় নি। কারণ, কেউই আইন বহির্ভূত কোনো কাজ করেছে বলে বিশ্বাস করে না আমেরিকা#

পার্সটুডে/এসআইবি/১৮

ট্যাগ