ইউক্রেনের অখণ্ডতা রক্ষার পক্ষে জাতিসংঘে ভোট; প্রস্তাবটি মানতে কেউ বাধ্য নয়
https://parstoday.ir/bn/news/west_asia-i114438-ইউক্রেনের_অখণ্ডতা_রক্ষার_পক্ষে_জাতিসংঘে_ভোট_প্রস্তাবটি_মানতে_কেউ_বাধ্য_নয়
ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪৩টি এবং বিপক্ষে পড়েছে ৫ ভোট। এছাড়া, ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৩, ২০২২ ১৩:১১ Asia/Dhaka
  • কে কার পক্ষে ভোট দিল
    কে কার পক্ষে ভোট দিল

ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪৩টি এবং বিপক্ষে পড়েছে ৫ ভোট। এছাড়া, ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল।

ইউক্রেনের চারটি অঞ্চল সম্প্রতি গণভোটের মাধ্যমে রাশিয়ার সাথে সংযুক্ত হওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদ এই প্রস্তাব পাস করল। প্রস্তাবে ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে এবং জাতিসংঘসহ এর সদস্য দেশগুলোকে রাশিয়ার এই পদক্ষেপকে স্বীকৃতি না দেয়ার আহ্বান জানানো হয়। তবে প্রস্তাবটি মানতে কোন সদস্য দেশ বাধ্য নয়। ফলে জাতিসংঘে পাস হওয়া এই প্রস্তাব রাশিয়ার জন্য কোন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারবে না।

ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পক্ষেজাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি

প্রস্তাব পাস হওয়ার আগে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসলি নেবেনজিয়া গোপন ব্যালোটে ভোটাভুটির ব্যবস্থা করার প্রস্তাব দেন তবে তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সাধারণ পরিষদ। নেবেনজিয়া বলেছিলেন, মার্কিন চাপের কারণে অনেক সদস্য দেশ প্রকাশ্যে তাদের মত ব্যক্ত করতে পারবে না।

গতকাল সাধারণ পরিষদে পাস হওয়া এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, বেলারুশ, সিরিয়া, নিকারাগুয়া এবং উত্তর কোরিয়া। আর ভোটদানে যে ৩৫টি দেশ বিরত ছিল তার মধ্যে রয়েছে চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, থাইল্যান্ড, কিউবা, আর্মেনিয়া ও আলজেরিয়া।#

পার্সটুডে/এসআইবি/১৩