তেলআবিবে আতঙ্ক: গুলি বর্ষণে ৪ ইসরাইলি নিহত
(last modified Thu, 09 Jun 2016 06:49:37 GMT )
জুন ০৯, ২০১৬ ১২:৪৯ Asia/Dhaka
  • তেলআবিবে আতঙ্ক: গুলি বর্ষণে ৪ ইসরাইলি নিহত

অধিকৃত ফিলিস্তিনের বন্দর নগরী তথা ইহুদিবাদী ইসরাইলের কথিত রাজধানী তেলআবিবে ইসরাইলি যুদ্ধ মন্ত্রণালয়ের কাছে গুলি বর্ষণের ঘটনায় ৪ ইসরাইলি নিহত ও কয়েকজন আহত হয়েছে।

ইসরাইলের কেন্দ্রীয় সামরিক দপ্তরের কাছে গতকালের (বুধবার) হামলার এই ঘটনার পর দুই বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে বলে দখলদার ইসরাইলি সূত্র দাবি করেছে। তাদের একজন গুলিবিদ্ধ হয়েছে। এখন পর্যন্ত কোনো গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

ইসরাইলি পুলিশ হামলার ঘটনাকে 'সন্ত্রাসী' কার্যক্রম বলে দাবি করেছে। দু'টি খোলা রেস্তোঁরায় পৃথকভাবে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। 

ফিলিস্তিনি সংগ্রামীরা এই হামলা চালিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরাইলি সংসদ নেসেটের জরুরি সভা ডাকা হয়েছে বলে কোনো কোনো সূত্র খবর দিয়েছে।

 এই ঘটনার পর ইসরাইল এরিমধ্যে ফিলিস্তিনিদের ওপর নানা নিষেধাজ্ঞা জোরদার করেছে।  এইসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে  অবরুদ্ধ গাজায়  ফিলিস্তিনিদের সফরের ৮৩ হাজার অনুমতি-পত্র বাতিল করা যাতে তারা পশ্চিম তীর থেকে গাজায় গিয়ে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা না করতে পারে।  রমজান মাসে গাজাবাসীকে পশ্চিম তীরে ও বিশেষ করে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে ঢুকতে না দেয়াও নিষেধাজ্ঞা জোরদার কার্যক্রমের অংশ।  

ফিলিস্তিনি হামলাকারীদের পরিবারের ২০৪টি প্রবেশ-অনুমতিপত্র বা এন্ট্রেস পারমিটও বাতিলের নির্দেশ দিয়েেছ দখলদার কর্তৃপক্ষ।  #

পার্সটুডে/মু. আ. হুসাইন/৯

ট্যাগ