আরব ভূমিতে অবশ্যই ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে: কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i115340-আরব_ভূমিতে_অবশ্যই_ইসরাইলি_দখলদারিত্বের_অবসান_ঘটাতে_হবে_কাতার
জাতিসংঘে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি শেইখা আলিয়া আহমেদ বিন সাইফ আলে সানি আরব ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য তেল আবিবেরবিবৈর ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০২, ২০২২ ১৭:৫৭ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি শেইখা আলিয়া আহমেদ বিন সাইফ আলে সানি
    জাতিসংঘে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি শেইখা আলিয়া আহমেদ বিন সাইফ আলে সানি

জাতিসংঘে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি শেইখা আলিয়া আহমেদ বিন সাইফ আলে সানি আরব ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য তেল আবিবেরবিবৈর ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ড, সিরিয়ার মালভূমি এবং লেবাননের সেবা খামার এলাকা থেকে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর ব্রিফিং দেয়ার সময় আলে সানি এসব কথা বলেন।

তিনি অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে অবৈধ ইহুদি বসতি স্থাপন দ্রুত বন্ধ, ফিলিস্তিনিদের দেশে ফেরার অধিকার এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র গঠনের ওপর জোর দেন।

কাতারের এ কূটনীতিক জোর দিয়ে বলেন, ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব অবসানের শ্রেষ্ঠ উপায় হচ্ছে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করা।

শেইখা আলিয়া বলেন, ফিলিস্তিন-ইসরাইল-দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে পবিত্র আল-কুদস। ঐতিহাসিক এই স্থাপনার কোনো রকমের ক্ষতি এবং এর মর্যাদা মুছে ফেলার ক্ষেত্রে ইসরাইলের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।