জার্মানি সফরে গিয়ে ঘোষণা করলেন সুদানি
ইরাকে কোনো বিদেশি সেনা উপস্থিতির প্রয়োজন নেই: শিয়া আল-সুদানি
ইরাকে যুদ্ধ করার জন্য কোনো বিদেশি সেনা উপস্থিতির প্রয়োজন নেই বলে প্রত্যয় জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি। জার্মানি সফরে গিয়ে বার্লিনে স্বাগতিক দেশের চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যয় জানান।
সুদানি বলেন, সন্ত্রাসবাদকে নির্মূল করার সামর্থ্য ইরাকি সেনাদের রয়েছে। তিনি আরো বলেন, “আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে আমরা যুদ্ধ করার জন্য কোনো সেনা সহায়তা চাই না।” তবে তিনি একথাও বলেন যে, ইরাকে বর্তমানে মোতায়েন যেসব বিদেশি সামরিক উপদেষ্টা অবস্থান করছে তাদের ধরন ও আকার পুনর্মূল্যায়ন করে দেখা হচ্ছে।
বর্তমানে ইরাকে প্রায় ২,৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে যাদেরকে ওয়াশিংটন ‘সামরিক উপদেষ্টা’ বলে দাবি করছে। ২০২১ সালের জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তৎকালীন ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমি এক যৌথ ঘোষণায় বলেছিলেন, ইরাকে মার্কিন সেনাদের দায়িত্ব ‘যুদ্ধ করা’ থেকে ‘উপদেশ প্রদানে’ রূপান্তরিত করা হচ্ছে।
২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবি বাহিনীর প্রধান আবু মাহদি আল-মুহান্দিস মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর ইরাকের পার্লামেন্ট দেশটিতে মোতায়েন মার্কিন সেনাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ করে দেয়ার জন্য একটি বিল পাস করেন। ৩ জানুয়ারির ওই হামলায় আঞ্চলিক সন্ত্রাসবিরোধী শীর্ষ কমান্ডার ও ইরানের কুদস ফোর্সের তৎকালীন প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানিও শহীদ হয়েছিলেন।#
পার্সটুডে/এমএমআই/এনএম/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।