মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে, ২০ হাজারে ঠেকতে পারে
(last modified Tue, 07 Feb 2023 06:12:21 GMT )
ফেব্রুয়ারি ০৭, ২০২৩ ১২:১২ Asia/Dhaka
  • তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প
    তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প

৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। প্রতি মুহূর্তে বাড়ছে মৃতের সংখ্যা। সর্বশেষ খবর অনুযায়ী, দুই দেশে মোট ৪,৩০০ মানুষ মারা গেছে। এছাড়া, আহত হয়েছেন আরও ২০ হাজারের বেশি। 

এর মধ্যে শুধু তুরস্কেই মারা গেছে ২,৯২১ জন এবং আহত হয়েছে ১৫,৮৩৪ জন।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, হতাহতের সংখ্যা ২০ হাজারে গিয়ে ঠেকতে পারে। সেখানে উদ্ধার তৎপরতা চলছে তবে তীব্র ঠাণ্ডা ও তুষারপাতের কারণে উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ভূমিকম্পে উদ্বাস্তু হওয়া লোকজনের জন্য বিপদ আরো বেড়েছে। 
দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। চোখের সামনে বারো তলা বিল্ডিংও মাটির সাথে মিশে গেছে, রাস্তা ধসে গেছে। চারদিকে শুধু ধ্বংসস্তুপের পাহাড়। এদিকে, সিরিয়ায় মারা গেছে ১,৩০০ জন। এছাড়া, ধংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছেন অসংখ্য মানুষ। তাদের কী অবস্থা তা নিশ্চিত নয়। তবে আশংকা করা হচ্ছে- আটকা পড়া লোকজনের অনেকেই মারা গেছে। 
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষ আফাদ জানিয়েছে, কমপক্ষে ২,৮৩৪টি ভবন ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজিয়ান্তেপ শহর। ভূমিকম্পের পরে শতাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে।  সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে এই ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। বেশিরভাগ মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বহুতল ভবন ধসে পড়ে ঘুমন্ত মানুষের ওপর। মোমের মতো ধসে পড়েছে একাধিক ভবন। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিস্তৃত এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। কম্পন অনুভূত হয়েছে মিশর, লেবানন ও সাইপ্রাস থেকেও।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ