ফিলিস্তিনির অভিযানে ২ ইসরাইলি নিহত, আহত ৬
https://parstoday.ir/bn/news/west_asia-i119518-ফিলিস্তিনির_অভিযানে_২_ইসরাইলি_নিহত_আহত_৬
অধিকৃত বায়তুল মুকাদ্দাসে এক ফিলিস্তিনির অভিযানে দুই ইহুদিবাদী ইসরাইলি নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। হতাহতদের সবাই ফিলিস্তিনি ভূমি দখলকারী।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ২০:০৭ Asia/Dhaka
  • ফিলিস্তিনির অভিযানে ২ ইসরাইলি নিহত, আহত ৬

অধিকৃত বায়তুল মুকাদ্দাসে এক ফিলিস্তিনির অভিযানে দুই ইহুদিবাদী ইসরাইলি নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। হতাহতদের সবাই ফিলিস্তিনি ভূমি দখলকারী।

ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে বায়তুল মুকাদ্দাসের রামুত এলাকায় যে ইহুদি উপশহর নির্মাণ করা হয়েছে তারা সেখানে বাস করত।

ইসরাইলের বিভিন্ন সূত্র জানিয়েছে, আজ (শুক্রবার) এক ফিলিস্তিনি যুবক কয়েক জন ইসরাইলির ওপর গাড়ি উঠিয়ে দিয়ে তাদেরকে হত্যার চেষ্টা চালায়। এতে দুই জন নিহত ও অপর ছয় জন আহত হয়। ইসরাইলি টিভি চ্যানেল-১২ জানিয়েছে, আহতদের মধ্যেও দুই জনের অবস্থা আশঙ্কাজনক। কোনো কোনো সূত্র বলছে, হামলায় আট ইসরাইলি আহত হয়েছে।

ইসরাইলি চ্যানেলের তথ্য অনুযায়ী, আল-ইয়াসবিয়া এলাকার বাসিন্দা ৩১ বছর বয়সী এক ফিলিস্তিনি এই অভিযান চালিয়েছে এবং ইসরাইলি বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে। তবে শহীদ এই ফিলিস্তিনির নাম উল্লেখ করা হয়নি। 

ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহারানোথও দুই ইসরাইলি বসতি স্থাপনকারীর প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।