সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানাল ইরাক ও জর্দান
https://parstoday.ir/bn/news/west_asia-i120118-সিরিয়াকে_আরব_লীগের_সদস্যপদ_ফিরিয়ে_দেয়ার_আহ্বান_জানাল_ইরাক_ও_জর্দান
আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেয়ার জোর দাবি জানিয়েছে ইরাক ও জর্দান। ২২ সদস্যদেশকে নিয়ে গঠিত এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদেশ সিরিয়ার সদস্যপদ এক দশকেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১০:৪২ Asia/Dhaka
  • আরব আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলন
    আরব আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলন

আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেয়ার জোর দাবি জানিয়েছে ইরাক ও জর্দান। ২২ সদস্যদেশকে নিয়ে গঠিত এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদেশ সিরিয়ার সদস্যপদ এক দশকেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে।

বাগদাদে গতকাল (শনিবার) আরব দেশগুলোর ৩৪তম আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল-হালবুসি সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেয়ার জন্য সবগুলো আরব দেশের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সিরিয়াকে আরব বিশ্বের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে যথাযথ ভূমিকা পালন করার সুযোগ দেয়া উচিত। হালবুসি বলেন, আরব লীগে সিরিয়ার সদস্যপদ থাকলে সাম্প্রতিক ভূমিকম্পের পর সিরিয়ায় আরো কার্যকরভাবে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হতো।

ইরাকের পার্লামেন্ট স্পিকার বলেন, গত ৬ ফেব্রুয়ারির ধ্বংসাত্মক ভূমিকম্পের পর সিরিয়া বর্তমানে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। এই মুহূর্তে আমাদের সকলের উচিত সিরিয়াকে ভূমিকম্প পরবর্তী জটিলতা কাটিয়ে উঠতে সহযোগিতা করা।

অন্যদিকে, জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “সিরিয়া আরব বিশ্বের ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতাকে ধারণ করে। সাম্প্রতিক ধ্বংসাত্মক ভূমিকম্পের পর আমাদের উচিত দেশটির দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া। আমরা সিরিয়াকে আরব লীগের সিদ্ধান্ত গ্রহণকারী ভূমিকায় দেখতে চাই।”

২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর ওই বছরের নভেম্বর মাসে দেশটির সদস্যপদ স্থগিত করে আরব লীগ। ১৯৪৫ সালে যে ছয়টি দেশ মিলে আরব লীগ গঠন করেছিল সিরিয়া তার একটি। সাম্প্রতিক সময়ে আরব লীগের অনেকগুলো দেশ সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে।#      

পার্সটুডে/এমএমআই/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।