সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদের সঙ্গে সাক্ষাৎ করলেন আরব স্পিকাররা
(last modified Mon, 27 Feb 2023 12:53:28 GMT )
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১৮:৫৩ Asia/Dhaka
  • বাসার আসাদের সঙ্গে আরব স্পিকারদের সাক্ষাৎ
    বাসার আসাদের সঙ্গে আরব স্পিকারদের সাক্ষাৎ

দামেস্ক সফররত আরব সংসদীয় প্রতিনিধিদল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলটি গতকাল (রোববার) প্রেসিডেন্ট ভবনে বাসার আসাদের সঙ্গে সাক্ষাৎ করে। এক দশকের বেশি সময় পর ২২ জাতির জোট আরব লীগে সিরিয়ার সদস্য পদ বহালের বিষয়ে আলোচনা করার জন্য প্রতিনিধিদলটি সিরিয়া সফর করছে।

গতকালই ইরাক, জর্দান, ফিলিস্তিন, লিবিয়া, মিশর, লেবানন, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের জাতীয় সংসদের স্পিকাররা সিরিয়া সফরে যান। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আরব সংসদীয় প্রতিনিধিদলকে প্রেসিডেন্ট আসাদ বলেছেন, এই সফরের অর্থ হচ্ছে সিরিয়ার জনগণের প্রতি সমর্থন জানানো যারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর তাণ্ডব এবং ভয়াবহ ভূমিকম্পে মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি আরো বলেন, এই সফর এটিও নিশ্চিত করে যে, এখনো কার্যকর আরব প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ঘটনাবলীতে আরব জনগণের স্বার্থ দেখার জন্য সক্ষম। বৈঠকে আরব প্রতিনিধিদল সিরিয়ার জনগণের প্রতি সম্ভাব্য সব রকমের সমর্থন জানানোর জন্য তাদের প্রস্তুতির কথা ঘোষণা করে। #
পার্সটুডে/এসআইবি/এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ