২০২২ সালে ইরাক প্রতিবেশী ইরান থেকে ২০০ কোটি ডলারের গ্যাস কিনেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i120872-২০২২_সালে_ইরাক_প্রতিবেশী_ইরান_থেকে_২০০_কোটি_ডলারের_গ্যাস_কিনেছে
ইরাক ২০২২ সালে প্রতিবেশী ইরানের কাছ থেকে প্রায় ২০০ কোটি ডলারের গ্যাস আমদানি করেছে। জ্বালানি কেনার ক্ষেত্রে ইরানের ওপর নির্ভরশীলতা কমানোর বিষয়ে মার্কিন চাপ সত্ত্বেও ইরাক এই বিপুল পরিমাণ অর্থ খরচ করে ইরানের কাছ থেকে প্রাকৃতিক গ্যাস কেনা অব্যাহত রেখেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৯, ২০২৩ ১৬:২১ Asia/Dhaka
  •  ২০২২ সালে ইরাক প্রতিবেশী ইরান থেকে ২০০ কোটি ডলারের গ্যাস কিনেছে

ইরাক ২০২২ সালে প্রতিবেশী ইরানের কাছ থেকে প্রায় ২০০ কোটি ডলারের গ্যাস আমদানি করেছে। জ্বালানি কেনার ক্ষেত্রে ইরানের ওপর নির্ভরশীলতা কমানোর বিষয়ে মার্কিন চাপ সত্ত্বেও ইরাক এই বিপুল পরিমাণ অর্থ খরচ করে ইরানের কাছ থেকে প্রাকৃতিক গ্যাস কেনা অব্যাহত রেখেছে।

ইরাকের আল-সুমারিয়া নিউজ গতকাল (শনিবার) এক প্রতিবেদনে জানিয়েছে, ইরাক ২০২২ সালে যে প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে তার শতকরা ২৭ ভাগ ইরান থেকে নিয়েছে। ইরাক হচ্ছে বিশ্বের শীর্ষ পর্যায়ের একটি অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ। তবে দেশটি প্রতিবছর প্রাকৃতিক গ্যাস, গ্যাসোলিন এবং কেরোসিনের মতো জ্বালানি বিপুল পরিমাণে আমদানি করে থাকে। 

ইরাকের যে সমস্ত তেল শোধনাগার রয়েছে তার সবই পুরনো এবং সেগুলো খুব একটা উৎপাদন কাজে ব্যবহৃত হয় না। এছাড়া প্রাকৃতিক গ্যাস উৎপাদনের জন্য যে অবকাঠামো গড়ে তোলা দরকার তাও দেশটি গড়ে তুলতে পারেনি। ইরাক গত বছর ১১৫ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করেছে, অন্যদিকে দেশটি একই সময়ে ৫৫.২ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি করেছে।

ইরান থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে ইরাক বেশ কয়েক দফায় আমেরিকার কাছ থেকে নিষেধাজ্ঞা ছাড় পেয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।