পবিত্র রমজানে আল-আকসা মসজিদে ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা
(last modified Sat, 01 Apr 2023 12:45:48 GMT )
এপ্রিল ০১, ২০২৩ ১৮:৪৫ Asia/Dhaka
  • আল-আকসা মসজিদের কাছে ফিলিস্তিনি তরুণ শহীদ
    আল-আকসা মসজিদের কাছে ফিলিস্তিনি তরুণ শহীদ

ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় আল-আকসা মসজিদের কাছে এক ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন। পবিত্র রমজান মাসে ইহুদিবাদী বাহিনী ফিলিস্তিনি মুসল্লিদের বিরুদ্ধে সহিংসতা বাড়িয়েছে এবং এর অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটালো।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় মোহাম্মাদ আল-ওসাইবি নামে এই ফিলিস্তিনি তরুণ আল-আকসা মসজিদের চেইন গেটের কাছে শহীদ হন।

মোহাম্মাদ আল-ওসাইবি নামে এই ফিলিস্তিনি তরুণ আল-আকসা মসজিদের চেইন গেটের কাছে শহীদ হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-আকসা মসজিদের ভিতর থেকে গুলির শব্দ স্পষ্টভাবে শোনা গেছে। একজন ফিলিস্তিনি তরুণীকে আল-আকসা মসজিদে ইহুদিবাদী সেনারা প্রবেশে বাধা দিলে ওই তরুণ তার প্রতিবাদ করেন। এজন্য ইহুদিবাদী সেনারা ২৬ বছর বয়সী আল-ওসাইবিকে গুলি করে হত্যা করে। 

ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করার পর ইহুদিবাদীরা দরজা বন্ধ করে দেয় এবং মসজিদ চত্বরে প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি। এসময় ইসরাইল কর্তৃপক্ষ সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১

ট্যাগ