হামাসের অবস্থানে ইসরাইলি বিমান হামলা, গাজা থেকে রকেট দিয়ে জবাব
https://parstoday.ir/bn/news/west_asia-i121536
ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থান লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। জবাবে হামাস ইসরাইলের ওপর রকেট হামলা চালায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৫, ২০২৩ ১৩:১৭ Asia/Dhaka
  • হামাসের অবস্থানে ইসরাইলি বিমান হামলা, গাজা থেকে রকেট দিয়ে জবাব

ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থান লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। জবাবে হামাস ইসরাইলের ওপর রকেট হামলা চালায়।

গাজা শহরের পশ্চিমাঞ্চলে ইসরাইলি একটি ড্রোন হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালালে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া, দখলদার ইহুদিবাদী সেনারা গাজা শহরের পশ্চিমে আবু জারাদ ভবনে হামলার পাশাপাশি উত্তর-পশ্চিমের আরিন ভবন এবং গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালায়।
ইহুদিবাদী ইসরাইলের সেনাদের হামলার পর গাজা শহর থেকে ইসরাইল লক্ষ্য করে বেশ কিছু সংখ্যক রকেট ছোড়ে হামাস। এক বিবৃতিতে ইসরাইলি দখলদার বাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছে যে, গাজা থেকে দু দফায় ইসরাইল লক্ষ্য করে নয়টি রকেট ছোড়া হয়। এর মধ্যে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মাত্র চারটি রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে। হামাসের একটি রকেট ইসরাইলের একটি কারখানায় আঘাত হানে। তবে এ নিয়ে বিস্তারিত খবর পাওয়া যায়নি।
ইসরাইলের ইয়েদিয়োথ অহরোনথ পত্রিকা বলছে, হামাসের রকেট হামলার জবাবে ইসরাইল বড় কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
এদিকে, ইসরাইলের যুদ্ধবিমান গাজার ওপর হামলা চালাতে গেলে হামাস ওই বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে।
গতকাল পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাদের হামলার ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারই ধারাবাহিকতায় ইসরাইল বিমান হামলা এবং হামাস রকেট হামলা চালায়।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।