দক্ষিণ লেবানন থেকে ইসরাইল অভিমুখে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ
(last modified Fri, 07 Apr 2023 09:16:33 GMT )
এপ্রিল ০৭, ২০২৩ ১৫:১৬ Asia/Dhaka
  • দক্ষিণ লেবানন থেকে ইসরাইল অভিমুখে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ

মসজিদুল আকসায় ইবাদতরত মুসল্লিদের ওপর ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলার জবাবে দক্ষিণ লেবানন থেকে ইসরাইল অভিমুখে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইসরাইলি সরকারি টিভি চ্যানেল কেএএন জানিয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলীয় গালিলে এলাকার বিভিন্ন স্থাপনার ওপর এসব রকেট আঘাত হানে। ফলে কিছু মানুষ আহত এবং বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়।

ইসরাইলি সেনারা জানিয়েছে, তারা লেবানন থেকে ইসরাইল অভিমুখী ৩৪টি রকেট শনাক্ত করতে পেরেছে। ইসরাইলি সেনারা দাবি করেছে, মাত্র ৫টি রকেট ভূমিতে আঘাত হেনেছে এবং বাকিগুলো তারা আকাশেও ধ্বংস করে দিতে পেরেছে। লেবাননের কোনো গ্রুপ এখনও এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

লেবাননের গণমাধ্যমগুলো জানিয়েছে, সীমান্তে মোতায়েন ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের কালিলা, মালিয়া ও জাবকিন অঞ্চল লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করেছে। লেবাননের সূত্রগুলো আরো জানিয়েছে, ইসরাইলি পাইলটবিহীন বিমান বা ড্রোনগুলো অনেক নীচু দিয়ে দক্ষিণ লেবাননের আকাশে টহল দিয়েছে।

লেবাননের কোনো গ্রুপ ইসরাইলে রকেট নিক্ষেপের দায় স্বীকার না করলেও মঙ্গলবার আল-আকসা মসজিদে হামলার রাতেই হিজবুল্লাহ ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছিল।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ