পশ্চিম তীরে গুলিবর্ষণের ঘটনা ‘বীরোচিত’ : হামাস
(last modified Sat, 08 Apr 2023 04:20:12 GMT )
এপ্রিল ০৮, ২০২৩ ১০:২০ Asia/Dhaka
  • তেল-আবিবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধার গুলি-বর্ষণের ঘটনার পরবর্তী সময়ের দৃশ্য
    তেল-আবিবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধার গুলি-বর্ষণের ঘটনার পরবর্তী সময়ের দৃশ্য

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার সকালের গুলিবর্ষণের ঘটনাকে ‘বীরোচিত’ আখ্যায়িত করে এর প্রশংসা করেছে গাজা-ভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি বলেছে, এ ঘটনায় প্রমাণিত হয়েছে, প্রতিরোধ শক্তি ইহুদিবাদী ইসরাইলের যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেয়ার ক্ষমতা রাখে। শুক্রবার সকালের ওই হামলায় দুই ইহুদি বসতি স্থাপনকারী নিহত ও একজন আহত হয়।

হামাসের মুখপাত্র মোহাম্মাদ হামাদা এক বিবৃতিতে বলেছেন, প্রতিরোধ অক্ষ ফিলিস্তিনি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে বলে আল-আকসা মসজিদে হামলাকারীরা বিনা জবাবে পার পাবে না। তিনি আল-আকসা মসজিদকে ফিলিস্তিনিদের রেড লাইন বলে মন্তব্য করেন।

পশ্চিম তীরের উত্তর অংশে শুক্রবার সকালে একটি গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দু’জন নিহত ও একজন আহত হয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

অবশ্য পশ্চিম তীরের ওই হামলা এবং হামাসের প্রতিক্রিয়ার পর দখলদার ইসরাইলের রাজধানী তেল আবিবে গুলিবর্ষণ ও গাড়িচাপা দেয়ার আলাদা দু’টি ঘটনায় অন্তত একজন নিহত ও অপর বেশ কয়েকজন আহত হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ