‘বিশ্ব শিগগিরি ইহুদিবাদী ইসরাইল সরকারের পতন দেখবে’ 
(last modified Tue, 11 Apr 2023 04:08:59 GMT )
এপ্রিল ১১, ২০২৩ ১০:০৮ Asia/Dhaka
  • আল-আকসা মসজিদে ইসরাইলি হামলা (ফাইল ফটো)
    আল-আকসা মসজিদে ইসরাইলি হামলা (ফাইল ফটো)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক বর্বর অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে বলেছে, শিগগিরি বিশ্ব দখলদার অবৈধ সরকারের পতন দেখবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আদর্শিক ও রাজনৈতিক সংস্থা গতকাল (সোমবার) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

এতে বলা হয়েছে, পবিত্র আল-আকসা মসজিদে ভুয়া এবং অস্থায়ী ইহুদিবাদী সরকার সম্প্রতি যে অবমাননার ঘটনা ঘটিয়েছে তা মূলত ইসলাম, মুসলমান এবং ঈমানদারদের শক্তি বেড়ে চলার সীমাহীন ভয় ও হতাশার ফল থেকেই করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, বিশ্ববাসী শিগগিরই ক্ষীণ ও নড়বড়ে সরকারের পতন দেখবে কারণ ইসরাইলের কাঠামো মাকড়সার ঘরের চেয়ে মোটেই বেশি শক্তিশালী নয়।

বিবৃতিতে চিন্তাশীল, অভিজাত শ্রেণি, শিল্পী এবং বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তি ও সরকারকে ইসরাইলের অপরাধযজ্ঞের নিন্দা এবং নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের হত্যা ও নির্যাতন প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে।

গত মঙ্গলবার ইহুদিবাদী ইসরাইলের সেনারা ভারী অস্ত্র সজ্জিত হয়ে পবিত্র আল-আকসা মসজিদে রোজাদার মুসল্লিদের ওপর হামলা চালায় এবং তাদের ওপর টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এছাড়া, রাবার কোটেড স্টিল বুলেটও ব্যবহার করে ইহুদিবাদী বাহিনী। 

মসজিদে অবস্থানরত নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধদেরকে ইসরাইলি বাহিনী অত্যন্ত নিষ্ঠুরভাবে লাঠিপেটা করে এবং প্রায় ৫০০ ফিলিস্তিন ধরে নিয়ে যায়। এ সময় অসুস্থ বৃদ্ধ, নারী-পুরুষ এবং শিশুদের কান্না ও চিৎকার শোনা যায়। ইসরাইলের এই ভয়াবহ অপরাধযজ্ঞের পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করল।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১১

ট্যাগ