২টি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে ইসরাইল
(last modified Mon, 17 Apr 2023 10:56:49 GMT )
এপ্রিল ১৭, ২০২৩ ১৬:৫৬ Asia/Dhaka
  • ২টি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে ইসরাইল

ইহুদিবাদী ইসরাইল দুটি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে।

হিব্রু ভাষার ইসরাইলি পত্রিকা ইয়াদিউত অহরোনুৎ জানিয়েছে তুর্কমেনিস্তান এবং আজারবাইজানের সঙ্গে ইসরাইল সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করছে।

ফিলিস্তিনের মাআ সংবাদ সংস্থা জানিয়েছে অহরোনুৎ দাবি করেছে চলতি সপ্তায় ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কুহান তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদ সফর করবেন। বিগত ৩০ বছরের মধ্যে এটাই হবে ইসরাইলের কোনো মন্ত্রীর তুর্কমেনিস্তান সফর। অহরোনুৎ আরও জানায় কুহান আজারবাইজান প্রজাতন্ত্রও সফর করবেন।

সম্প্রতি মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া গতিহীন হয়ে পড়েছে। একইসঙ্গে তেলআবিবের সঙ্গে গোপনে সম্পর্ক রক্ষায় সৌদিআরবের আগ্রহেও ভাটা পড়েছে।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ